নয়াদিল্লি: অন্তর্দেশীয় বিমান চলাচল পুনরায় শুরু করার এক সপ্তাহ পর বুধবার কয়েকটি বিশেষ ক্ষেত্রে ভিসা ও যাত্রা সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করল কেন্দ্র।


এদিন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নির্দেশিকা অনুযায়ী, কয়েকটি বিশেষ পেশার সঙ্গে যুক্ত বিদেশি নাগরিক, যাঁরা ভারতে আসতে চান, তাঁদের ক্ষেত্রে ভিসা ও যাত্রায় নিষেধাজ্ঞার নিয়ম শিথিল করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, বিজনেস ভিসায় নির্ধারিত সূচি-বহির্ভূত বাণিজ্যিক বা চার্টার্ড বিমানে করে ভারতে আসতে ইচ্ছুক বিদেশি ব্যবসায়ীদের এখন থেকে এদেশে আসার অনুমতি দেওয়া হবে।


এছাড়া, বিদেশি স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে বিদেশি স্বাস্থ্য গবেষক, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান-- যাঁরা এখানে বিভিন্ন গবেষণাগার ও ফার্মাসিউটিক্যাল কারখানা সহ ভারতীয় স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁদেরকেও আসার অনুমতি দেওয়া হবে। তবে, শর্ত হিসেবে কোনও এদেশে নথিভুক্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় বা ফার্মা সংস্থা থেকে আমন্ত্রণপত্র ওই ব্যক্তিকে পাঠাতে হবে।


কেন্দ্রের নোটিশ অনুযায়ী, যে সকল বিদেশি নাগরিক এদেশে আসতে চান, তাঁদের নতুন করে ভারতীয় দূতাবাস ও মিশনের মাধ্যমে বিজনেস বা ওয়ার্ক ভিসার আবেদন করতে হবে।


অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, করোনাভাইরাস অতিমারী পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রাখা হচ্ছে। খুব শীঘ্রই আন্তর্জাতিক উড়ান চালু করা হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।