নয়াদিল্লি: পাকিস্তানে আটকে পড়া প্রায় ৩০০ ভারতীয়কে দেশে ফেরত আনতে উদ্যোগী কেন্দ্র। এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে জোরকদমে প্রস্তুতি চলছে।
বন্দে ভারত মিশনের অন্তর্গত করোনা আবহে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাচ্ছে কেন্দ্র। এই পরিকল্পনার অন্তর্গত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইংল্যান্ড, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মলদ্বীপ-- সব জায়গা থেকেই ভারতীয়দের ফেরত আনার প্রক্রিয়া বেশ কিছুদিন ধরেই চলছে।
এবার, পাকিস্তানে আটক ভারতীয়দের ফেরত আনার প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে। গত ২ মাস ধরে সেখানে আটকে রয়েছে প্রায় ৩০০ ভারতীয়। এর মধ্যে রয়েছে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ১২৫ কাশ্মীরি ছাত্র।
পাশাপাশি রয়েছে পঞ্জাবের প্রায় ১০০ জন বাসিন্দা, যাঁরা পাকিস্তানে গিয়েছিলেন আত্মীয়দের সঙ্গে দেখ করতে। অধিকাংশ ভারতীয়রা লাহোরে আটকে রয়েছেন।
সূত্রের খবর, পাকিস্তান সরকার যদি ওই ভারতীয়দের সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয়, তাহলে ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে তাঁদের ফেরাবে ভারত।
শনিবারই জাকার্তা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও দুবাই থেকে প্রায় ৭০০ জন ভারতীয় কর্ণাটকে বিশেষ বিমানে ফিরেছেন। বন্দে ভারত মিশনের দ্বিতীয় দফা ১৩ জুন পর্যন্ত চলবে।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২৪ হাজার ভারতীয়কে ফেরানো হয়েছে। প্রায় আড়াই লক্ষ ভারতীয় দেশে ফেরার আবেদন জানিয়েছেন। এদের মধ্যে অধিকাংশ শ্রমিক, পড়ুয়া, পেশাদার, পর্যটক।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পাকিস্তানে আটকে পড়া ৩০০ ভারতীয়কে ফেরাতে উদ্য়োগ কেন্দ্রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 May 2020 01:34 PM (IST)
বন্দে ভারত মিশনের অন্তর্গত করোনা আবহে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাচ্ছে কেন্দ্র।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -