মিউনিখ: আইনত্রাচ ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে ৫-২ গোলে হারিয়ে বুন্দেশলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের ওপর চাপ বজায় রাখল বায়ার্ন মিউনিখ।


করোনা-আতঙ্ককে কাটিয়ে ফের শুরু হয়েছে ফুটবলের আসর। একাধিক দেশ-- বিশেষ করে ইউরোপে ধীরে ধীরে ছন্দে ফিরছে ফুটবল। বিভিন্ন দেশে শুরু হয়েছে ঘরোয়া লিগ।

শুক্রবার, ফোকসভাগেন স্টেডিয়ামে উলফসবার্গের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতে লিগ টেবিলের শীর্ষ স্থানাধিকারী বায়ার্নের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল বরুশিয়া।

এদিনের জয়ে ব্যবধান বাড়িয়ে নিজেদের জায়গা পোক্ত করল বায়ার্ন। বর্তমানে, বরুশিয়ার থেকে চার পয়েন্টে এগিয়ে মিউনিখের ক্লাবটি।