কলকাতা:  ফরমুলা টু সাখির গ্রাঁ প্রি জিতে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাসে নাম লেখালেন জেহান দারুভালা। প্রবাদপ্রতিম মাইকেল শুমাখারের ছেলে মিক শুমাখারকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেছেন তিনি।


মুম্বইয়ের ২২ বছরের তরুণ জেহান গত সপ্তাহে ফরমুলা টু রেসে তৃতীয় হয়েছিলেন। জেতেন মিক শুমাখার, যদিও ফার্স্ট ল্যাপে তাঁর গাড়ির টায়ার ফ্ল্যাট হয়ে গিয়েছিল। গতকালের রেসে জেহান গ্রিডে দ্বিতীয় স্থানে থেকে শুরু করেন, পোল সিটার ড্যানিয়েল টিকটামের পাশে থেকে। টিকটাম তাঁকে এক পাশে ঠেলে দিতে ব্যস্ত হয়ে ওঠায় তাঁদের দুজনকে পিছনে ফেলে এগিয়ে যান শুমাখার। কিন্তু ফের টিকটাম তাঁকে পিছনে ফেলেন, দুইয়ে শুমাখার ও তিনে জেহান। কয়েকটি কর্নারের পর জেহান শুমাখারকে পিছনে ফেলেন, উঠে আসেন দুইয়ে। কয়েক ল্যাপ পর শুমাখার আবার জেহানকে তিনে ঠেলে দেন।

কিন্তু জেহান হাল ছাড়েননি। প্রচণ্ড লড়াইয়ের পর ফের মাইকেল শুমাখারের ছেলেকে পিছনে ফেলেন তিনি, উঠে আসেন ২ নম্বরে। ধরে ফেলেন একে থাকা টিকটামকে। কিন্তু তখনই তাঁকে টপকাতে পারেননি। মরসুমের শেষ রেস জেতার জন্য মরিয়া হয়ে ওঠেন টিকটাম, লড়াই তীব্র হয়ে ওঠে। কিন্তু জেহান স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ হারাননি। তাঁর চাপে টিকটাম একের পর এক ভুল করতে থাকেন, দুজনের মধ্যে ব্যবধান কমে আসে। শেষমেষ ১০টি ল্যাপও যখন বাকি নেই, তখন জেহান টিকটামকে পিছনে ফেলে উঠে আসেন ১ নম্বরে।

এরপর অন্য গাড়িগুলির সঙ্গে তাঁর ব্যবধান বাড়তে থাকে। অবশেষে জেহান জিতে নেন তাঁর প্রথম FIA Formula 2 রেস। দ্বিতীয় হন জাপানের ইউকি সুনোদা, তৃতীয় ড্যানিয়েল টিকটাম।

দারুণ খুশি জেহান বলেছেন, তাঁর লক্ষ্য, দেশকে এবং নিজেকে গর্বিত করা। ইউরোপের খেলোয়াড়রা যেমন সুযোগসুবিধে পান, ভারতে তা নেই ঠিকই কিন্তু তিনি বলতে চান, পরিশ্রম চালিয়ে গেলে গ্রিডের শার্প এন্ডে লড়াই করতে আপনাদেরও একদিন দেখা যাবে।