আমদাবাদ: গুজরাতে (Gujarat) নদীতে ভেঙে পড়ল ব্রিজ (Bridge)। গুজরাতের মোরবিতে ভেঙে পড়ল কেবল ব্রিজ (Cable Bridge)। দুর্ঘটনার সময় ব্রিজের ওপরে শতাধিক মানুষ ছিলেন। ব্রিজ ভেঙে নদীতে বেশ কয়েকজনের তলিয়ে যাওয়ার আশঙ্কা। মেরামতির ৪ দিনের মধ্যেই গুজরাতের মোরবিতে ভেঙে পড়ল ব্রিজ।                               


ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল। বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। মোদির গুজরাত সফরের মধ্যেই ভেঙে পড়ল ব্রিজ। এখনও পর্যন্ত জানা গিয়েছে, এই ঘটনার জেরে ৪০ থেকে ৫০ জনের তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।                     


দুর্ঘটনার সময় ওই ব্রিজের ওপর ৪০০ জনের থাকার সম্ভাবনা। এই ঘটনার পর গুজরাতের মুখ্যমন্ত্রীকেও ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), এমনটাই সূত্রের খবর। প্রধানমন্ত্রী মোদি উদ্ধার কার্যের জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে একযোগে কাজ করার অনুরোধ করেছেন। অন্যদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী আহতদের অবিলম্বে চিকিত্সার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।                                                  


 



আরও পড়ুন, 'রাজ্য সরকার ছুটি কাটাচ্ছে, সেইজন্যই ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতি', কটাক্ষ শুভেন্দুর


এই ঘটনার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, "আমি গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সিংভি এবং রাজ্যের অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। স্থানীয় প্রশাসন ত্রাণ কাজে ইতিমধ্যেই হাত লাগিয়েছে। এনডিআরএফও শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের অবিলম্বে চিকিৎসা করানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।"                                               


যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, ব্রিজ ভেঙে পড়ার মুহূর্তে কেবল ধরে বাঁচার শেষ চেষ্টা করছে মানুষ। প্রসঙ্গত, ১৮৭৯ সালে ব্রিজটি তৈরি হয়েছিল। মেরামতির জন্য সাত মাস বন্ধ ছিল ব্রিজটি। কংগ্রেসের অভিযোগ নির্বাচনের জন্য তড়িঘড়ি চালু করা হয়েছিল ব্রিজটি। অন্যদিকে, দুর্নীতির কারণেই ভেঙে পড়েছে ব্রিজ, অভিযোগ বিরোধীদের। এদিকে এই ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবি আপের।