মেহসানা (গুজরাট) : আজাদি কা মহোৎসব পালনের মাঝে 'হর ঘর তেরঙ্গা'র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উপলক্ষ্যেই ছিল মিছিল। কিন্তু সেই মিছিলে গরুর গুঁতোতে বাঁধল বিপত্তি। গুজরাটের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নীতীন পটেল গুরুতর আহত হলেন। গুজরাতের মেহসানাতে তেরঙ্গা যাত্রার মাঝে বিপত্তি বাঁধে।
কীভাবে দুর্ঘটনা
মিছিল চলাকালীন যেখানে ঢুকে পড়ে রাস্তার একটি গরু। যা এসে সোজা গুঁতো মারে গুজরাতের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর পায়ে। কিছু বুঝে ওঠার আগেই যন্ত্রণায় কাতরাতে থাকেন নীতীন পটেল। তাঁকে তৎক্ষণাৎ নিয়ে ছোটা হয় ভাগোরিয়া হাসপাতালে (Bhagyodaya Hospital)। সেখানে বেশ কিছুক্ষণ চিকিৎসার পর পায়ে মোটা ব্যান্ডেজ করা অবস্থায় হুইলচেয়ারে হাসপাতাল ছেড়ে বাড়ির পথ ধরেন তিনি। হাসপাতাল থেকে বেরোনোর পথে নীতীন পটেল (Nitin Patel) জানা, কয়েকজন মিলে তেরঙ্গা যাত্রা করার মাঝে রাস্তার এক গরু এসে ধাক্কা মারে। গুজরাতের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে আপাতত দিন কুড়ি বিশ্রামে থাকার পরামর্শই দিয়েছেন চিকিৎসকরা।
গুজরাতে সমস্যা রাস্তার পশুদের আক্রমণ
রাস্তার পশুদের আক্রমণের সমস্যা ও বিপত্তি বেশ কিছুদিন ধরেই ভোগাচ্ছে গুজরাতের বাসিন্দাদের। বেশ কিছু জায়গায় যাতে রাস্তার ঘোরা পশুদের ঠিকমতো সামলানো হয়, সেই নিয়ে প্রতিবাদ পর্যন্ত হয়েছে। বাসিন্দাদের একাংশের বক্তব্য, যদি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হত, তাহলে হয়তো এরকম দুর্ঘটনার কবলে পড়তে হত না রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে।
গুজরাতের রাস্তার পশুদের আক্রমণের সমস্যার ইস্যুটি উঠেছে সেখানকার বিধানসভাতেও! যা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনাও হয়েছে। সমস্যা সামলাতে 'গুজরাত ক্যাটল কনট্রোল বিল'-ও পাস করানোর তোড়জোড় হয়েছিল গুজরাত বিধানসভায়। যে বিল অনুযায়ী, গবাদি পশুদের যদি রাস্তায় ইতস্তত ঘুরতে দেখা যায়, সেক্ষেত্রে সেই পশুর মালিককে পড়তে হতে পারে শাস্তির মুখে এমন কথাই বলা হয়েছিল। কিন্তু মালধারি সম্প্রদায়ের বিক্ষোভের জেরে বিল আর আইনে পরিণত হয়নি।
এদিকে, আজাদি কা অমৃত মহোৎসব পালনের জন্য বিশেষ পদক্ষেপের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Prime Minister Narendra Modi)। স্বাধীনতার ৭৫ তম বছর উদযাপনকে স্মরণীয় করে রাখতে সোশাল মিডিয়ায় প্রত্যেককে প্রোফাইল পিকচারে তেরঙ্গা লাগানোর ডাক দিয়েছেন তিনি। একাধিক ব্যক্তিত্ব থেকে সংস্থা ইতিমধ্যে যে পথ ধরেছে।
আরও পড়ুন- সমালোচনার মুখে আরএসএসের প্রোফাইল পিকচারে 'তেরঙ্গা', কটাক্ষ কংগ্রেসের