আমদাবাদ: প্রবল বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি গুজরাতের বিস্তীর্ণ এলাকায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি গুজরাতে। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বৃষ্টি জারি থাকায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। বন্যার গ্রাসে গিয়েছে গুজরাতের ১১ জেলা। এখনও পর্যন্ত ১৮ হাজারকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
গুজরাত সরকারের তরফে জানান তথ্য অনুযায়ী, প্রায় প্রতিটি বন্যা কবলিত জেলা থেকেই মৃত্যুর খবর সামনে আসছে। সংবাদসংস্থা পিটিআই-এর তরফে জানা গিয়েছে, মোরবি জেলায় ধাওয়ানা গ্রামের কাছে বন্যা কবলিত এলাকা ট্র্যাক্টর-ট্রলি করে পেরনোর সময় ভেসে যান অনেকে। মৃত্যুর পাশাপাশি ওই ঘটনায় সাতজন নিখোঁজ রয়েছে বলে খবর।
এদিকে মৌসন ভবনের তরফে বলা হয়েছে, বৃহস্পতিবার গুজরাট জুড়ে ১১টি জেলায় বৃষ্টির জন্য একটি লাল সতর্কতা এবং ২২টি জেলার জন্য একটি হলুদ সতর্কতা জারি করেছে। এই অঞ্চলে গভীর নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিপাত জারি থাকবে বেশ কিছুদিন। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সৌরাষ্ট্র এবং কচ্ছ এলাকার উপরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। সেটি ক্রমশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। এই নিম্নচাপের কারণেই গুজরাতে প্রবল বর্ষণ হচ্ছে বলে মনে করছেন আবহবিদেরা।
আরও পড়ুন, অতি গভীর নিম্নচাপে ফের দুর্যোগ, কাল থেকেই আচমকা বদলাবে আবহাওয়া
গুজরাতের এই পরিস্থিতি নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে ফোন করেছেন এবং কেন্দ্রের সহায়তার আশ্বাস দিয়েছেন। গুজরাত সরকার ত্রাণ তৎপরতার জন্য দ্বারকা, আনন্দ, বদোদরা, খেদা, মোরবি এবং রাজকোট জেলায় সেনা সাহায্যর আর্জিও জানিয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও গুজরাতের ১১টি জেলায় ভারী বৃষ্টি হবে। সে ক্ষেত্রে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে