Viral News: বিবাহিত মহিলার সঙ্গে গোপন সম্পর্ক ! দলিত যুবককে সকলের সামনে রাস্তায় নগ্ন করে হাঁটাল গ্রামবাসীরা। গুজরাতের সবরকণ্ঠ জেলায় এই ঘটনা ঘটেছে। সেই মহিলার স্বামী এবং পরিবার এই অভিযোগ এনেছিল। গতকাল বৃহস্পতিবার পুলিশ আধিকারিকদের (Gujarat News) পক্ষ থেকে জানানো হয়েছে যে মহিলার (Affair) সঙ্গে প্রণয় সম্পর্ক ছিল সেই দলিত যুবকের, তার স্বামী এবং পরিবারের নির্দেশেই এই সাজা দেওয়া হয়েছে। আর এই ঘটনার একটি ভিডিয়ো মুহূর্তের মধ্যেই সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়ে যায়।
১১ মার্চ রাতে গুজরাতের সবরকন্ঠ জেলার ইদর টাউনে এই ভিডিয়োটি শ্যুট করা হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে ২০ বছর বয়সী এক যুবক রাস্তায় সম্পূর্ণ নগ্ন হয়ে হাঁটছেন, আশেপাশের মানুষজন তার উপর অত্যাচার করছে, তাঁর উপর লাঞ্ছনা হচ্ছে। সবরকণ্ঠ জেলার পুলিশ সুপার বিজয় পটেল জানিয়েছেন যে, 'এই ভাইরাল ভিডিয়োর উপর ভিত্তি করে এই মহিলার স্বামী এবং অন্য আত্মীয়দের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এক বিবাহিত মহিলার সঙ্গে যে যুবকের সম্পর্ক ছিল, তাঁকে ইদর টাউনে নিজের বাড়ি থেকে আটক করা হয়েছে। হিম্মতনগর থেকে তার বাড়িটির দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। তাঁকে চড়-থাপ্পড় মারা হচ্ছিল এবং নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তারা সেই যুবককে দিয়ে একটি ক্ষমাপত্রতে স্বাক্ষর করানোর পরেই ছেড়ে দেয়।'
পুলিশ সুপার আরও জানান, 'বুধবার এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পরেই আমরা সেই যুবকের সঙ্গে দেখা করি। একটি মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে অপহরণ, আক্রমণ এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত করা হয়েছে তাঁকে'।
তবে ইদর পুলিশ ইন্সপেক্টর চেতন রাঠোর জানিয়েছেন যে এই হেনস্থা করার অপরাধে ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার রাতেই। পুলিশ জানিয়েছে দলিত যুবকটিকে এত জোরে মারা হয়েছে যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সিঁড়ি থেকে পড়ে গিয়ে চোট পান সেই যুবক। এফআইআর করার সময় ৩২ বছর বয়সী সেই ব্যক্তিটি জানান পেশায় তিনি একজন মজদুর যার কাজ কনস্ট্রাকশন সাইটে সমস্ত কর্মীদের নিয়ে আসার। আর এমনই একটি সাইটে সেই মহিলার সঙ্গে পরিচয় হয়েছিল ব্যক্তির। এই ব্যক্তি নিজেও বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে।
আরও পড়ুন: Titanium Heart: বিশ্বে নজির ! কৃত্রিম টাইটানিয়ামের হৃদযন্ত্র নিয়ে ১০০ দিন বেঁচে রইলেন এই ব্যক্তি