আমদাবাদ: পুলিশের কাছে বাজেয়াপ্ত হওয়া নিজের সাধের পোর্শে গাড়ি ফিরে পেতে সাড়ে ২৭ লক্ষ টাকা জমিমানা দিতে হল আমদাবাদের এক ব্যক্তিকে। স্থানীয় পুলিশের দাবি, এটাই এখনও পর্যন্ত দেশের মধ্যে সর্বোচ্চ জরিমানা।
প্রয়োজনীয় নথি না থাকায় স্থানীয় রঞ্জিত দেশাইয়ের পোর্শে ৯১১ স্পোর্টস গাড়িটি গত নভেম্বরে আটক করে আমদাবাদের ট্রাফিক পুলিশ। সম্প্রতি, ওই ব্যক্তি গাড়ির বকেয়া কর, সুদ ও জরিমানা সমেত মোট ২৭.৬৮ লক্ষ টাকা জমা করেন। এরপরই মঙ্গলবার গাড়িটা মালিককে ফিরিয়ে দেওয়া হয়।





বুধবার নিজেদের ট্যুইটার হ্যান্ডলে আমদাবাদ ট্রাফিক পুলিশ আরটিও রসিদ ও গাড়ির ছবি পোস্ট করে লেখে, এটাই এখন এখন সারা দেশে সর্বোচ্চ জরিমানার অর্থ। ট্যুইটারে লেখা হয়েছে, গত ২৮ নভেম্বর শহরের হেলমেট মোড়ের কাছে নিয়মমাফিক টহলের সময় পুলিশ লক্ষ্য করে নম্বরপ্লেটহীন একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। প্রশ্ন করায়, চালক গাড়ির কোনও নথি পেশ করতে পারেননি।





এরপরই গাড়িটি আটক করা হয় বলে জানায় পুলিশ। একইসঙ্গে একটি আরটিও মেমো জারি করে গাড়ির মালিককে বলা হয়, টাকা জমা দিয়ে সেই রসিদ এখানে দেখালে তবেই গাড়ি ছাড়া হবে। প্রথমে জরিমানার অর্থ ছিল ৯.৮ লক্ষ টাকা। কিন্তু, রঞ্জিত যখন সেই অর্থ জমা করতে যান, পুরনো বকেয়া মামলা খতিয়ে দেখে জানা যায়, তাঁর বিরুদ্ধে থাকা বকেয়া জরিমানার অর্থ প্রায় সাড়ে ২৭ লক্ষ টাকা।
পুলিশ জানায়, দেড়মাস পর গাড়ির মালিক জরিমানা ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ায় তা মুক্ত করা হল।