মানবিক ওয়ার্ন, ব্যাগি গ্রিন টুপি নিলামে তুললেন, দর পেলেন ৩ কোটি ৬০ লক্ষ টাকা, পুরো অর্থই তুলে দেবেন অস্ট্রেলিয়ার দাবানল মোকাবিলার তহবিলে
Web Desk, ABP Ananda | 09 Jan 2020 08:52 AM (IST)
১৯৯২ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেকের সময় এই ব্যাগি গ্রিন টুপি পেয়েছিলেন ওয়ার্ন। কেরিয়ারের ১৪৫টি টেস্ট ম্যাচের বেশিরভাগই তিনি খেলেছেন এই টুপি পরে। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৭০৮টি উইকেট রয়েছে ওয়ার্নের।
অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ স্পিনার শেন ওয়ার্ন যে দলগুলির বিরুদ্ধে টেস্ট খেলেছেন, সেই দলগুলি থেকে সেরা ব্যাটসম্যানদের বেছে নিয়েছেন
সিডনি: ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে অস্ট্রেলিয়ার দাবানল পরিস্থিতি। ভয়াবহতা উপলব্ধি করে দাবানল মোকাবিলায় এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার ক্রীড়াজগতের নক্ষত্ররাও। দাবানল মোকাবিলায় তৈরি হওয়া তহবিলে অনুদান দিচ্ছেন সকলেই। যে তালিকায় নবতম সংযোজন শেন ওয়ার্ন। তিনি নিজের সংগ্রহে থাকা একমাত্র ব্যাগি গ্রিন টুপিটি নিলামে তুললেন। প্রাপ্ত অর্থের পুরোটাই তিনি দাবানল মোকাবিলার তহবিলে দেবেন। এবং কিংবদন্তি লেগস্পিনারের সেই টুপি কেনার জন্য এখনও পর্যন্ত সর্বোচ্চ দর উঠল ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি ৬০ লক্ষ টাকা। ৬ জানুয়ারি থেকে দর আহ্বান শুরু হয়েছে। ১০ জানুয়ারি পর্যন্ত দর দেওয়া যাবে। তারপর সর্বোচ্চ দর দেওয়া ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে টুপিটি। তবে এখনও পর্যন্ত প্রাপ্ত সর্বোচ্চ দর দেখে আপ্লুত ওয়ার্ন। তিনি টুইট করেছেন, ‘ওয়াও। আমি মুগ্ধ। সকলকে অনেক ধন্যবাদ।’ ১৯৯২ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেকের সময় এই ব্যাগি গ্রিন টুপি পেয়েছিলেন ওয়ার্ন। কেরিয়ারের ১৪৫টি টেস্ট ম্যাচের বেশিরভাগই তিনি খেলেছেন এই টুপি পরে। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৭০৮টি উইকেট রয়েছে ওয়ার্নের।