আমদাবাদ: বিজেপি শাসিত গুজরাতে ফের বিপর্যয়, রোপওয়ে ছিঁড়ে ৬ জনের মৃত্যু। গুজরাতের পাভাগড়ে রোপওয়ে ছিঁড়ে ৬ জনের মৃত্যু। ইমারতী সামগ্রী নিয়ে যাওয়ার সময় ছিঁড়ে পড়ে রোপওয়ে। রোপওয়েতে ট্রলি করে ইমারতী সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ে রোপওয়ে ছিঁড়ে নীচে পড়ে ৬ জনের মৃত্যু, জানাল পুলিশ । ২ শ্রমিক, ২ লিফট অপারেটর-সহ ৬ জনের মৃত্যু হয়েছে খবর।  

ঘটনাটি ঘটেছে বিকেল ৩.৩০ নাগাদ। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ এবং দমকল বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করে।                                       

এই দুর্ঘটনা পাভাগড়ে চলমান উন্নয়নমূলক কাজ নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে। পাভাগড়ের মাঞ্চি এলাকা থেকে নিজ মন্দিরে নির্মাণ সামগ্রী সহজেই পরিবহনের জন্য এই কার্গো রোপওয়ে ব্যবহার করা হত। ঘটনার গুরুত্ব দেখে তাৎক্ষণিকভাবে পুলিশ ও দমকল বিভাগকে খবর দেওয়া হয়। উভয় দলই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি সরানোর কাজ শুরু করে। 

ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সেজন্য দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া। পাঁচমহলের জেলাশাসকও পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। পাঁচমহলের ডেপুটি পুলিশ সুপার হর্ষ দুধাত জানান, পাভাগড়ের রোপওয়ের জন্য নির্মাণ সামগ্রী আনার সময়েই দুর্ঘটনা ঘটেছে।                                                       

এর আগে ৯ জুলাই বদোদরায় সেতু ভেঙে ১২ জনের মৃত্যু। ভডোদরায় মহিসাগর নদীর ওপর ভেঙে পড়ে গম্ভীরা সেতু। ৩০ অক্টোবর, গুজরাতের মোরবিতে সেতু ভেঙে ১৪১ জনের মৃত্যু হয়েছে। ১০ এপ্রিল, ২০২২ সালে ঝাড়খণ্ডের দেওঘরে ত্রিকূট পাহাড়ে রোপওয়ে বিপর্যয় ঘটেছিল। ত্রিকূট পাহাড়ে রোপওয়ে বিপর্যয়ে ৪ জনের মৃত্যু হয়। বায়ুসেনা, NDRF-এর ৪৬ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় বাকি পর্যটকদের।