এলাহাবাদ : বারাণসী আদালতের পর এবার এলাহাবাদ হাইকোর্ট (Allahabad HC)। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (Archaeological Survey of India) বা ASI-কে জ্ঞানবাপী মসজিদ চত্বরে (Gyanvapi Mosque) 'বৈজ্ঞানিক সমীক্ষা'র ছাড়পত্র দিল উচ্চতর আদালতও। মসজিদ কমিটির সমীক্ষা বন্ধ করার আবেদন খারিজ করলেও মসজিদ চত্বরে অবশ্য কোনও খননকার্য করা যাবে না বা কোনওভাবেই যাতে মসজিদের স্থাপত্যে কোনও ক্ষতি না হয়, সেটা নিশ্চিত করেই সমীক্ষা চালাতে হবে বলেই নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।


২১ জুলাই যে নির্দেশই দিয়েছিল বারাণসী আদালত। যারপর তা শুরু হলেও ফের মসজিদ কমিটি আদালতের দ্বারস্থ হওয়ায় কয়েক ঘণ্টার মধ্যে থেমে গিয়েছিল সমীক্ষার কাজ। এবার উচ্চতর আদালতও সমীক্ষার পক্ষে সওয়াল করাতে জ্ঞানবাপী মসজিদের ইস্যু ফের একবার দেশের সর্বোচ্চ আদালতে গড়াতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড (All India Muslim Personal Law Board) ভাবছে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার কথা। 


১৯৯১ সালে প্রথমবার জ্ঞানবাপী মসজিদ নিয়ে একটি মামলা হয় বারাণসী আদালতে। সেখানে দাবি করা হয়েছিল ঔরঙ্গজেবের নির্দেশে কাশী বিশ্বনাথ মন্দিরের একটি অংশ ভেঙে এই মসজিদ তৈরি করা হয়। জ্ঞানবাপী মসজিদ চত্বরে পুজোর অনুমতি চেয়ে মামলা করা হয়েছিল। মামলকারীর তরফে ASI সমীক্ষার দাবি করা হয়েছিল। তারপর থেকে একাধিক মামলা হয়েছে। র আগে আদালত জ্ঞানবাপী মসজিদে ভিডিওগ্রাফি করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই ভিডিওগ্রাফি হয়েছিল। তারপরেই হিন্দু সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছিল, মসজিদের ভিতরে শিবলিঙ্গ রয়েছে। সেটির কার্বন ডেটিংয়ের দাবি করা হয়েছিল। যদিও মুসলিম মামলাকারীদের দাবি ছিল, সেটি একটি ফোয়ারার অংশ। পরে বারাণসী আদালত কার্বন ডেটিংয়ের দাবি খারিজ করে দেওয়া হয়। যদিও মামলার পর মামলা থামেনি।


হিন্দু সংগঠনের তরফে যাঁরা মামলা করেছিলেন তাঁদের দাবি ছিল, জ্ঞানবাপী মসজিদ চত্বরে- থাকা 'ওজুখানা'-তেই এমন একটি নির্দশন রয়েছে যা আদতে শিবলিঙ্গ। গত বছর একটি মামলায় ওই 'ওজুখানা' সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)।


আরও পড়ুন- চেষ্টা হবে মুখে খাওয়ানোর, অপেক্ষা থেরাপিস্টের ছাড়পত্রের, বুদ্ধবাবুর শরীর কেমন, জানালেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial