মুম্বই: বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা পরেশ রাওয়ালের আজ জন্মদিন। ৬৫-তে পা দিলেন তিনি। ৩০ বছরের বেশি সময় ধরে চলচ্চিত্রপ্রেমীদের পরেশ মন্ত্রমুগ্ধ করে রেখেছেন তাঁর অভিনয়গুণে। বলিউডে পা রাখেন ১৯৮৫-তে, অর্জুন ছবিতে পার্শ্বচরিত্রের মাধ্যমে কিন্তু তাঁকে পরিচিতি দেয় ৮৬-তে মুক্তি পাওয়া নাম ছবিটি। তখন থেকে আর পিছু ফেরেননি পরেশ।


হেরা ফেরি-র বাবুরাও গণপতরাও আপ্তে থেকে আন্দাজ আপনা আপনা-র তেজা, ওয়েলকাম-এর ডক্টর ঘুংরু, ওএমজি ওহ মাই গড-এর কাঞ্জিলালজি মেহতা, উরি-তে অজিত ডোভালের চরিত্র- পরেশ মানেই চরিত্রের নানা বর্ণ, নানা বৈচিত্র। প্রতিটি চরিত্র তিনি সমৃদ্ধ করে তুলেছেন তাঁর অসামান্য অভিনয়গুণে। অভিনয়ের পাশাপাশি পরেশ একজন রাজনীতিবিদ, ২০১৪-২০১৯ পর্যন্ত তিনি আমদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি দারুণ সক্রিয়, নানা বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়মিত আলোচনা করেন।

এবার দেখে নেওয়া যাক তাঁর কিছু কালজয়ী ডায়ালগ

  • ইয়ে বাবুরাও কা স্টাইল হ্যায়- হেরা ফেরি

  • জাঁহা ধর্ম হ্যায় না, বাঁহা সত্য কে লিয়ে জাগাহ নেহি হ্যায়... অওর জাঁহা সত্য হ্যায় ট্রুথ হ্যায় বাঁহা ধর্ম কি জরুরত হি নেহি হ্যায়- ও মাই গড

  • খিচে হুয়ে কান সে মিলা হুঁয়া জ্ঞান... হামেশা ইয়াদ রহতা হ্যায়- রাজা নটবরলাল

  • ইয়ে হিন্দুস্থান অব চুপ নেহি বয়ঠেগা, ইয়ে নয়া হিন্দুস্তান হ্যায়, ইয়ে ঘর মে ঘুসেগা ভি অওর মারেগা ভি- উরি

  • পহলে তো ও খাড়া থা গাঁধী কি তরহা... ফির মুছে ঝাড় দিয়া আঁধি কি তরহা... অওর ইয়ে তুমহারে পহেলওয়ান সব গির গ্যয়ে মাচিস কি কান্ধি কি তরহা- হিম্মতওয়ালা

  • তেজা ম্যায় হুঁ... মার্ক ইধার হ্যায়- আন্দাজ আপনা আপনা

  • সির্ফ সিদ্ধান্ত কি বল পর রাজনীতি নেহি চলতি... ইসকে লিয়ে স্থিতি কো সমঝনা জরুরি হ্যায়, সময় কো চাল কো সমঝানা জরুরি হ্যায়- সর্দার

  • দুশমনি কর তো দুশমন কো রাস্তে কা ভিখারি বনা দো... তাকি ও হাথ ফয়লায়ে, হাথ উঠা না সকে- স্বর্গ।