চুক্তি শেষ করার কথা জানিয়ে হরভজন সিএসকে-র টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। তারকা স্পিনার বলেছেন, সিএসকে-র সঙ্গে আমার সম্পর্কের অবসান হল। সিএসকে দলে সঙ্গে আমার অনেক সুন্দর স্মৃতি রয়েছে, যেগুলি আগামী দিনগুলিতে আমার মনে অমলিন হয়ে থাকবে। সিএসকে-র টিম ম্যানেজমেন্ট সমসময়ই আমার পাশে দাঁড়িয়েছে এবং আমি তাদের ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, ২০১৮-তে সিএসকে-তে যোগ দিয়েছিলেন হরভজন। ওই বছরই তৃতীয়বার আইপিএল জয়ী হয় মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। ২০১৯-এও চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন হরভজন। ২০২০-র মরশুমের আগেই ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।
আইপিএলের ইতিহাসে এই প্রথম ২০২০-তে প্লেঅফেও পৌঁছতে পারেনি চেন্নাই সুপার কিংস। হতাশাজনক পারফরম্যান্সের পর ধোনির দলে এবার বড় পরিবর্তন হতে চলেছে। জানা গেছে, কেদার যাদব ও সুরেশ রায়নাকে নিয়ে সিদ্ধান্তের ভার অধিনায়ক ধোনির ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সুরেশ রায়না গত টুর্নামেন্ট খেলতে আমিরশাহীতে গিয়েও ফিরে এসেছিলেন। কেদার প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারনেনি।
হরভজন ছাড়াও সিএসকে-র সঙ্গে আরও কয়েকজন খেলোয়াড়ের সম্পর্ক ছিন্ন হওয়ার বিষয়টি কার্যত নিশ্চিত। পীযুষ চাওলা ও মুরলী বিজয়কে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগের মরশুমে ফাইনালে মুম্বইয়ের কাছে হেরেছিল চেন্নাই সুপার কিংস।