IPL 2021: করোনাভাইরাস অতিমারীর কারণে গত আইপিএল দেরিতে আয়োজিত হয়েছিল। আর টুর্নামেন্টের খেলা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। এরইমধ্যে চতুর্দশ আইপিএলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী মরশুম নিয়ে এবার বড় খবর সামনে এল। ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিংহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হল চেন্নাই সুপার কিংস (সিএসকে)-র। হরভজন সিংহ নিজেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর চুক্তি ছিন্ন হওয়ার কথা জানিয়েছেন। আইপিএলের ১৪ তম মরশুমের জন্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিদের রিলিজ খেলোয়াড়দের তালিকা আগামী বুধবার সন্ধের মধ্যে জারি করতে হবে।
চুক্তি শেষ করার কথা জানিয়ে হরভজন সিএসকে-র টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। তারকা স্পিনার বলেছেন, সিএসকে-র সঙ্গে আমার সম্পর্কের অবসান হল। সিএসকে দলে সঙ্গে আমার অনেক সুন্দর স্মৃতি রয়েছে, যেগুলি আগামী দিনগুলিতে আমার মনে অমলিন হয়ে থাকবে। সিএসকে-র টিম ম্যানেজমেন্ট সমসময়ই আমার পাশে দাঁড়িয়েছে এবং আমি তাদের ধন্যবাদ জানাই।



উল্লেখ্য, ২০১৮-তে সিএসকে-তে যোগ দিয়েছিলেন হরভজন। ওই বছরই তৃতীয়বার আইপিএল জয়ী হয় মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। ২০১৯-এও চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন হরভজন। ২০২০-র মরশুমের আগেই ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।
আইপিএলের ইতিহাসে এই প্রথম ২০২০-তে প্লেঅফেও পৌঁছতে পারেনি চেন্নাই সুপার কিংস। হতাশাজনক পারফরম্যান্সের পর ধোনির দলে এবার বড় পরিবর্তন হতে চলেছে। জানা গেছে, কেদার যাদব ও সুরেশ রায়নাকে নিয়ে সিদ্ধান্তের ভার অধিনায়ক ধোনির ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সুরেশ রায়না গত টুর্নামেন্ট খেলতে আমিরশাহীতে গিয়েও ফিরে এসেছিলেন। কেদার প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারনেনি।
হরভজন ছাড়াও সিএসকে-র সঙ্গে আরও কয়েকজন খেলোয়াড়ের সম্পর্ক ছিন্ন হওয়ার বিষয়টি কার্যত নিশ্চিত। পীযুষ চাওলা ও মুরলী বিজয়কে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য,  গত আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগের মরশুমে ফাইনালে মুম্বইয়ের কাছে হেরেছিল চেন্নাই সুপার কিংস।