হরিয়ানা বিধানসভা নির্বাচন: বিজেপির প্রার্থীতালিকায় যোগেশ্বর, ববিতা, সন্দীপ সিংহ
Web Desk, ABP Ananda | 30 Sep 2019 06:05 PM (IST)
রবিবার নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল। সেখানেই হরিয়ানার ৯০টি আসনের মধ্যে ৭৮টি কেন্দ্রে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।
নয়াদিল্লি: হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ৭৮ জনের প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। যে তালিকায় রয়েছে বেশ কিছু বড় নাম। সোমবার বিজেপি থেকে প্রকাশিত প্রার্থীতালিকায় কুস্তিগীর যোগেশ্বর দত্ত, ববিতা ফোগত এবং ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ সিংহর নাম রয়েছে। অগাস্টে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন ববিতা। ২৯ বছরের ববিতা কমনওয়েলথ গেমসে তিনবার সোনা জিতেছেন। জিতেছেন রুপোও। তিনি ও তাঁর বাবা মহাবীর ফোগত দুজনই কেন্দ্রীয়চ সরকারের বিভিন্ন পদক্ষেপকে সমর্থন করেছিলেন প্রকাশ্যে। সম্প্রতি জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫ এ ধারা রদ করার সিদ্ধান্তকেও সমর্থন জানিয়েছিলেন তাঁরা। বিজেপির আশা, ববিতা প্রার্থী হওয়ায় হরিয়ানায় দলের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর কার্নাল কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন। গত নির্বাচনে এই আসন থেকেই জিতেছিলেন তিনি। রাজ্য বিজেপির প্রধান সুভাষ বরলা টোহানা কেন্দ্রে প্রার্থী হয়েছেন। রবিবার নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল। সেখানেই হরিয়ানার ৯০টি আসনের মধ্যে ৭৮টি কেন্দ্রে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। হরিয়ানায় ভোটগ্রহণ ২১ অক্টোবর। ২৪ অক্টোবর ভোটগণনা। ২৭ সেপ্টেম্বর মনোনয়ন পেশ করার প্রক্রিয়া শুরু হয়েছে।