নয়া দিল্লি: 'কালো জাদুর' মাধ্যমে প্রেমের ফাঁদ পেতে শেষে ২২ বছর বয়সি এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল হরিয়ানার বল্লভগড় এলাকায়। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, 'ব্ল্যাক ম্যাজিক' করে পরিকল্পনায় ফাঁদে ফেলে অপরাধটি করে বলে অভিযোগ বলে জানা গেছে।
সংবাদসংস্থা পুলিশে দায়ের করা অভিযোগ অনুসারে, ১৫ এপ্রিল সকালে যখন সে এবং তার বন্ধু বল্লভগড় বাস স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে ছিল, তখন এক ব্যক্তি তাদের কাছে এসে একটি জায়গার দিকনির্দেশনা জানতে চায়। এরপর তারা জানায় যে সে জায়গা তাঁরা জানে না। কিছুক্ষণ পরেই, আরেকজনও আসেন ওখানে।
এরপর অভিযোগে বলা হয়েছে, একজন ব্যক্তি একটি কাগজে আগুন ধরিয়ে দেয় এবং তাদের হাতে গাঁদা ফুল এবং পিপল পাতা দেয় এবং মরতে না চাইলে নদীতে ফেলে দিতে বলে জানায় তাঁদের। এতে ভয় পেয়ে যায় তাঁরা। এরপর তাঁদের একটি কলেজের কাছে পায়ে হেঁটে নিয়ে যাওয়া হয়। সেই সময় তাদের মোবাইলও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।
এরপর অভিযুক্তরা নির্যাতিতাকে, একটি অটোরিকশায় করে আগ্রা খালের কাছে একটি এলাকায় নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর, অভিযুক্তরা নির্যাতিতাকে একটি পিপল গাছের গোড়ায় ফুল এবং পাতা রাখতে বলে। যদি সে তা না মানে তাহলে তারা তাকে এবং তার বন্ধুকে হত্যা করার হুমকি দেয়। অভিযোগ অনুসারে, সেখান থেকে তাকে খালের কাছে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা উভয়েই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের একজনের ফোনে কল পেলে, সে সেখান থেকে পালিয়ে যায়।
ফরিদাবাদ সিভিল হাসপাতালে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করা হয় সেখানে ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবি। ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ফরেনসিক দল অপরাধস্থল পরিদর্শন করেছে। পুলিশ অফিসার জানান, অভিযোগে উল্লেখিত রুটের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চলছে।