হাথরস: উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশেই। হাথরসে ১৯ বছরের দলিত তরুণীর ধর্ষণের ঘটনার প্রতিবাদে সরব গোটা দেশ। কিন্তু, তাতেও হুঁশ ফেরেনি হাথরসে। ফের হাথরসে ঘটে গেল মর্মান্তিক পাশবিক নির্যাতনের ঘটনা। এবার শিকার চার বছরের এক শিশু!
সংবাদসংস্থা সূত্রে খবর, হাথরসের সাসনি এলাকায় এক শিশুকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবক নির্যাতিতা শিশুর আত্মীয় বলে জানা গিয়েছে। এক স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তের বাড়িতে হানা দেয়। পুলিশের সার্কল অফিসার রুচি গুপ্ত জানান, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত।