পটনা: তেজস্বী যাদবের আক্রমণের মুখে তিনি মুখ্যমন্ত্রী পদ চেয়ে কোনও দাবি জানাননি, এ ব্যাপারে এনডিএ-ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানালেন নীতীশ কুমার। শুক্রবারই বিহারে এনডিএ-র চার শরিক বৈঠকে বসছে বলেও জানিয়েছেন জেডি(ইউ) নেতা।
বিহারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বলতে গেলে, এক চুলের জন্য তখত বহাল রেখেছে জেডি (ইউ)-এনডিএ। এবারের নির্বাচনী প্রচারে নীতীশ ঘোষণা করেছিলেন, এটাই তাঁর শেষ নির্বাচন। যার শেষটা ভাল হয়, তাঁর সব ভাল বলেও মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু এবার বিধানসভা ভোটের ফল মোটেই ভাল হয়নি নীতিশের দলের। বিজেপি গতবারের চেয়ে আসন সংখ্যা বাড়িয়ে ৭৪-এ তুলে নিয়ে গিয়েছে, কিন্তু জেডি (ইউ)পেয়েছে মাত্র ৪৩টি আসন। ২০০৫ এর পর থেকে এবারই সবচেয়ে খারাপ ফল করেছে তারা। বিজেপি গত কয়েক দশকে জোটের সবচেয়ে বড় শরিক হয়ে উঠেছে। ভোটের আগে-পরে বিজেপি নীতীশই চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন বলে জানালেও কয়েকটি সূত্রের দাবি, দল খারাপ ফল করায় নীতীশ মুখ্যমন্ত্রী পদ নিতে রাজি হননি। তার মধ্যেই আরজেডি নেতা তথা লালুপ্রসাদ যাদব-পুত্র তেজস্বী আজ কটাক্ষ করেন, জেডি-ইউ এবার আসন সংখ্যায় তিন নম্বরে নেমেছে, আরজেডি, বিজেপির পর, নীতীশ কুমারের বিবেক বোধ বলে কিছু অবশিষ্ট থাকলে মুখ্যমন্ত্রী পদের বাসনা ত্যাগ করা উচিত।
যদিও বিজেপির প্রথম সারির নেতারা নীতীশকে বোঝাচ্ছেন, তিনি যেন মুখ্যমন্ত্রী পদে থাকেন এবং তিনি আগের মতোই সরকার চালানোর পূর্ণ স্বাধীনতা পাবেন। এই প্রেক্ষাপটেই নীতীশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, আমি মুখ্যমন্ত্রী পদের কোনও দাবিই তুলিনি। সিদ্ধান্ত নেবে এনডিএ। দেওয়ালি বা ছটের পর হবে কিনা, কবে শপথগ্রহণ, তাও ঠিক হয়নি। আমরা ভোটের ফলাফল পর্যালোচনা করছি। চারটি দল কাল বৈঠকে বসছে।
সূত্রের খবর, চিরাগ পাসোয়ান ও তাঁর দল এলজেপি যেভাবে জেডি(ইউ) এর লোকসান করেছে, তাতে নীতীশ খুবই হতাশ। অন্তত ২৫-৩০টি আসনে জেডি(ইউ) এর জয়ের সম্ভাবনায় জল ঢেলে দেওয়ায় চিরাগের ওপর তিনি খুবই ক্ষুব্ধ, আঘাত পেয়েছেন বলে দাবি এক বিজেপি নেতার। তিনি বলেন, বিজেপি এখন বড় শরিক হলেও আমরা মুখ্যমন্ত্রী পদে বহাল থাকতে ওনাকে বুঝিয়েছি। চিরাগের দল সম্পর্কে প্রশ্ন করা হলে নীতীশ বলেন, এলজেপি এনডিএ-তে থাকবে কিনা, সেটা বিজেপিই স্থির করুক।
মুখ্যমন্ত্রী পদের দাবি করিনি, সিদ্ধান্ত নেবে এনডিএ, তেজস্বীর কটাক্ষের পাল্টা নীতীশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Nov 2020 10:22 PM (IST)
বিহারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বলতে গেলে, এক চুলের জন্য তখত বহাল রেখেছে জেডি (ইউ)-এনডিএ। এবারের নির্বাচনী প্রচারে নীতীশ ঘোষণা করেছিলেন, এটাই তাঁর শেষ নির্বাচন। যার শেষটা ভাল হয়, তাঁর সব ভাল বলেও মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু এবার বিধানসভা ভোটের ফল মোটেই ভাল হয়নি নীতিশের দলের।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -