কাঁথি: বিজেপিতে যোগ দেওয়ার পর আজই প্রথম সভা করলেন তৃণমূলত্যাগী শুভেন্দু অধিকারী। সভায় যোগ দেওয়ার আগে রোড শো করেন তিনি। কাঁথিতে দাঁড়িয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। এদিন ফিরহাদ হাকিমের নাম না করে তোপ দাগেন শুভেন্দু। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, একজন কলকাতাকে মিনি পাকিস্তান বলছিলেন। আমি কোনও ভারতীয়কে পাকিস্তানি বলি না। আমফানের পরে ওঁর কত কার্যক্ষমতা তা কলকাতার মানুষ দেখেছেন। ঘরের ছেলেকে বিশ্বাসঘাতক বললে মানুষ তো রাস্তায় বেরোবে।


উল্লেখ্য, অতীতে নির্বাচনের আগে কলকাতায় আসা এক মহিলা সাংবাদিককে নিয়ে গার্ডেনরিচে যান ফিরহাদ হাকিম। জানা যায়, সেখানে গিয়ে সংশ্লিষ্ট অঞ্চলকে মিনি পাকিস্তান বলে উল্লেখ করেন ফিরহাদ। সেই প্রসঙ্গই বৃহস্পতিবার টেনে আনলেন শুভেন্দু।


অন্যদিকে গতকাল শুভেন্দুকে কটাক্ষ করেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, অমিত শাহর পা ধরে কী বললেন? আমাকে একটু ঠাঁই দাও? লজ্জা লাগে তাঁর সহকর্মী বলতে। আমি এখন চোর বটে, তুমি হলে সাধু। এভাবে মানুষকে ধোঁকা দিলে, মমতাকে নয়। শুধু তাই  নয়, পরিবারতন্ত্রের কথাও টেনে এনেছেন তিনি। শিশিরবাবুর ছেলে বলে ২০০১, ২০০৬, ২০০৯-এ লোকসভার নমিনেশন পেয়েছিলে। সিঁড়ি দিয়ে আমি উঠেছি। লিফট দিয়ে তুমি উঠেছো। শিশির অধিকারীর ঘরে জন্ম না নিলে কোনওদিন শুভেন্দু অধিকারী হতে পারতে না। এখন যে দলে গেছ, সেখানে পরিবারতন্ত্র নেই? বসন্ত সিন্ধিয়া, পীযূষ গোয়েল, অনুরাগ ঠাকুর, প্রিয়ঙ্কা মুন্ডে কে, জ্যোতিরাদিত্য কে? অমিত শাহর ছেলে বিরাট ক্রিকেটার? সে কীকরে বিসিসিআইয়ের পদে বসল? তোমরা পরিবারতন্ত্র করো না? আমরা আদর্শ মেনে চলি, তোমরা ধান্দাবাজি করো।


শুভেন্দু পাল্টা এই বক্তব্যের জবাব দিয়েছেন। শুভেন্দু অধিকারী কাঁথির রোড শো থেকে বলেন, যারা শিশির অধিকারীর ছেলে বলে জিতেছি বলেছেন, তাঁদের নীতি নৈতিকতা নেই। আমার ১০০ বছর ধরে রাজনীতি সঙ্গে যুক্ত। আমি কোনও ভারতীয়কে পাকিস্তানি বলি না। আমফানের পরে কলকাতার মেয়রের কত কার্যক্ষমতা তা মানুষ দেখেছেন।