নয়া দিল্লি: দেশে করোনার বৃদ্ধি নিয়ে চিন্তা বাড়ছে কেন্দ্রের। এরই মধ্যে বেশ কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই প্রেক্ষিতেই সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে COVID-19 টিকাকরণ কর্মসূচির অধীনে যে ভ্যাকসিনেশন চলছে দেশে সেখানে এমন কোনও ঘটনা ঘটেনি, তাই এই তথ্য "মিথ্যা এবং বিভ্রান্তিকর"।
স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "বেশ কিছু মিডিয়ায় বলা হয়েছে যে ভারতে কোভিড টিকা কর্মসূচির অধীনে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এটি মিথ্যা এবং বিভ্রান্তিকর এবং ভুয়ো তথ্যর ওপর ভিত্তি করে বলা হচ্ছে।"
প্রসঙ্গত, একাধিক ভ্যাকসিনের শেলফ লাইফ বৃদ্ধি করা হচ্ছে। ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের চিঠির জবাবে, সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন Covaxin এর শেলফ লাইফ ন' মাস থেকে ১২ মাস পর্যন্ত বৃদ্ধির অনুমোদন দিয়েছে। একইভাবে, Covishield-এর শেলফ লাইফ ২২ ফেব্রুয়ারি, ২০২১-এ ছয় মাস থেকে ৯ মাস পর্যন্ত বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছিল। মন্ত্রকের তরফে সাফ জানান হয়েছে ভ্যাকসিন প্রস্তুতকারকদের পাঠানো ডেটার বিশ্লেষণ এবং পরীক্ষার ভিত্তিতে ভ্যাকসিনের শেলফ লাইফ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে CDSCO।
এদিকে, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয়ে গেল দেশজুড়ে। কলকাতার ১৬টি বরোর ১৬টি স্কুলে দেওয়া হল ভ্যাকসিন। পাশাপাশি স্কুল পড়ুয়া নয়, অথচ বয়স ১৫ থেকে ১৮-র মধ্যে, তাদের ভ্যাকসিন দেওয়া হল শহরের কোভ্যাক্সিন সেন্টারগুলি থেকে।কলকাতা পুরসভা এলাকায় ১৫ থেকে ১৮ বছর বয়সীদের সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার। দু’ সপ্তাহের মধ্যে সবাইকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
অন্যদিকে, ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই দেশে একলাফে প্রায় ৩৩ শতাংশ বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ। একদিনে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ল ৬ হাজারের বেশি। ১০ শতাংশের বেশি বাড়ল দৈনিক ওমিক্রন সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৩ হাজার ৭৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৭ হাজার ৫৫৩।