নয়াদিল্লি: আমাদের জীবনে বহু মানুষ আসে ও যায়, কিন্তু, কুকুরের ভালবাসা চিরতরে থেকে যায়। প্রভুর প্রতি কুকুর কতটা অনুগত থাকতে পারে। যেমন, কাজের পর দিনের শেষে আপনি যখন বাড়ি ফেরেন, তখন আপনার পোষ্য সারমেয় এমনভাবে আপনাকে অভ্যর্থনা জানায়, যেন সে কত যুগ আপনাকে দেখেনি। কুকুরের সহানুভূতি মানুষের অনুভূতিকেও ছাপিয়ে যাওয়ার প্রমাণ অতীতে অনেক মিলেছে। ঠিক যেমনটা আবার পাওয়া গেল চিনে।


উহানে এমনই একটি প্রভুভক্ত কুকুরের খবর সম্প্রতি স্থানীয় সংবাদমাধ্যমে ছাপা হয়েছে। জানা গিয়েছে, সেখানে কুকুরের সামনেই ইয়াংজি সেতুর ওপর থেকে আত্মহত্যা করেন এক ব্যক্তি। খবরে প্রকাশ, নিহতের পোষ্য সারমেয় চারদিন সেই সেতুর কাছে অপেক্ষা করে। এক স্থানীয় ওই কুকুরকে ওইভাবে থাকতে দেখে এগিয়ে যান। কিন্তু, সারমেয়টি পালিয়ে যায়। এখন ওই কুকুরের খোঁজ চলছে।


অন্যদিকে, উহানেই কোভিড-১৯ সংক্রমণে মারা যাওয়া ব্যক্তির জন্য টানা তিনমাস হাসপাতালের বাইরে অপেক্ষা করেছিল নিহতের পোষ্য সারমেয় এমন ঘটনাও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে ওই সারমেয়র মালিক করোনা আক্রান্ত হয়ে উহানের একটি হাসপাতালে ভর্তি হন। পাঁচদিন পর সেখানেই মারা যান তিনি। কিন্তু, পোষ্য তা জানত না। তিনমাস ধরে সে হাসপাতালে ছিল প্রভুর অপেক্ষায়।