নয়াদিল্লি: গরম নিয়ে আশার খবর দিলেন ভারতীয় আবহাওয়াবিদরা। দেশজুড়ে তাপমাত্রা কমার সম্ভাবনার কথা বলল ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (India Meteorological Department)। শনিবারই তারা জানিয়েছে সারা দেশেই সর্বোচ্চ তাপমাত্রা কমতে পারে। এই বছরে সময়ের আগেই দেশের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ শুরু হয়েছিল। এই আশ্বাসে উদ্বেগ কমছে ভুক্তভোগীদের। 


প্রবল গরমের জন্য রাজস্থানে প্রায়শই রেকর্ড হয়। শনিবারই রাজস্থানের পশ্চিমে ফালোদি-তে (phalodi) সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। দেশের নানা এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ভেঙেছে। হিমাচল প্রদেশের কিছু এলাকা এবং রাজস্থানের পশ্চিমপ্রান্তে ভয়াবহ তাপপ্রবাহ চলছে। জম্মুর কিছু এলাকা এবং মধ্যপ্রদেশের পশ্চিম দিকেও মারাত্মক তাপপ্রবাহ (severe heat wave) দেখে গিয়েছে। 


ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (India Meteorological Department) থেকে যে বুলেটিন প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে দেশের নানা প্রান্ত থেকে সর্বোচ্চ তাপমাত্রার যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে মনে করা হচ্ছে সামগ্রিকভাবে তাপমাত্রা কমতে পারে। তাপপ্রবাহ কমার ফলেই এমনটা হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।


যদিও রবিবারেও পশ্চিম রাজস্থানের কিছু অংশে বইতে পারে তাপপ্রবাহ। বিদর্ভে রবিবার ও সোমবার এবং মধ্যপ্রদেশের কিছু অংশে ২২ মার্চ পর্যন্ত থাকতে পারে তাপপ্রবাহের পরিস্থিতি। গত এক সপ্তাহ ধরে রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ওড়িশার একাধিক জায়গায় তাপপ্রবাহ চলছে। সপ্তাহের প্রথমে হিমালয় পাদদেশ এলাকায় রাজ্যগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল। 


এর মধ্যেই হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমা ঝঞ্ঝার (western disturbance) প্রভাবে রবিবার ও সোমবার পশ্চিম হিমালয়ের কিছু কিছু এলাকায় হালকা থেকে ছিটেফোঁটা (isolated to scattered) বৃষ্টি হতে পারে।


আগামী পাঁচদিনে দক্ষিণে কেরলে, তামিলনাড়ু, পন্ডিচেরি এবং কর্নাটকেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২২ মার্চ পর্যন্ত অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা এবং রবিবার তেলঙ্গানায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন: শিশুর দেহে 'রক্ষাকবচ' সাত মাস, বলছে গবেষণা