নয়াদিল্লি: প্রবল তাপপ্রবাহে (Heatwave) কার্যত পুড়ছে প্রায় গোটা ভারত। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তো হচ্ছেই। তার সঙ্গেই আরও একটি বিপদ ঘনাচ্ছে। প্রবল তাপপ্রবাহ সরাসরি প্রভাব ফেলছে কৃষিকাজে (Agriculture), আশঙ্কা ঘনাচ্ছে খাদ্য সঙ্কটের। প্রভাব পড়ছে স্বাস্থ্য, অর্থনীতির উপরেও। অতিরিক্ত তাপমাত্রার কারণে মৃত্যুর ঘটনাও ঘটছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে হওয়া একটি সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।


এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারত (India)। বিশ্ব মানচিত্রেও উপরের দিকে রয়েছে। সেই দেশেই তাপপ্রবাহের ফলে গুরুতর প্রভাব পড়ছে অর্থনৈতিক ক্ষেত্রে। ওই রিপোর্টে বলা হয়েছে, এমন ঘটনা সত্ত্বেও গোটা বিষয়টি নিয়ে তেমন করে ভাবছে না ভারতের সরকার।


বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু বদলের কারণেই ভারতে ক্রমশ থাবা বাড়াচ্ছে তাপপ্রবাহ। ভারতের ৯০ শতাংশ এলাকাই Danger Zone -এ পড়েছে। 


কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রমিত দেবনাথ এবং তাঁর সহকর্মীরা ওই সমীক্ষা করেছেন। সেখানে দেখা যাচ্ছে, প্রবল তাপপ্রবাহের জন্য দিল্লি বিপজ্জনক জায়গায় রয়েছে। 


রিপোর্টে বলা হয়েছে, ইউনাইটেড নেশনসের সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল (SDG)-এর লক্ষ্যপূরণের রাস্তায় বাধা তৈরি করছে ক্রমবর্ধমান তাপপ্রবাহ। গত ৫০ বছরে তাপপ্রবাহ ভারতে ১৭ হাজারেরও বেশি প্রাণ কেড়েছে। 


এপ্রিলে India Meteorological Department ভারতের বিস্তীর্ণ এলাকায় কমলা সতর্কতা জারি করেছিল। বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই সবকটি রাজ্যেই বিপুল পরিমাণ গ্রামীণ এলাকা রয়েছে যেখানে বহু কৃষক, কৃষি শ্রমিক রয়েছেন। যাঁদের প্রবল তাপের মধ্যেই, আর্দ্রতার মধ্যেই মাঠে কাজ করতে হয়। গবেষকরা দেখেছেন যে গত বছর ভারতে যে প্রবল গরম পড়েছিল, ভারতের জনগণের উপর তার প্রভাব কেমন পড়েছে। সেই তথ্য ঘেঁটেই দেখা গিয়েছে জনগণের উপরেই তাপপ্রবাহের সবচেয়ে বেশি প্রভাব পড়ে। জলবায়ু বদলের হাত ধরে এই সমস্যা আরও বাড়ছে।


জলবায়ু বদলের কথা মাথায় রেখে সরকার যে কাজগুলো করছে তার অংশ হিসেবে Heat Stress- মাপার কাজ করছে না বলে দাবি করা হয়েছে রিপোর্টে। ফলে দেশের কোন এলাকার মানুষ সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছেন তা জানা যাচ্ছে না।


ইতিমধ্যেই জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে গিয়েছে ভারত। জনসংখ্যার মধ্যে নবীন প্রজন্মই বেশি। ফলে এই জনসংখ্যা আদতে শ্রম মূলধন। কিন্তু অতিরিক্ত গরম, তাপপ্রবাহ এবং জলবায়ু বদলের কারণে ক্ষতি হচ্ছে সেই মূলধনের। 


এছাড়াও, প্রবল গরমে চাষের কাজে বাধা আসছে। নষ্ট হচ্ছে ফসল, জলের সঙ্কটও বাড়ছে। কৃষিকাজ ধাক্কা খেলে গ্রামীণ অর্থনীতি সরাসরি ধাক্কা খায়। আর গ্রামীণ অর্থনীতি ধাক্কা খেলে সমস্যায় পড়ে দেশের সামগ্রিক অর্থনীতি। 


আরও পড়ুন: LIC এজেন্ট থেকে আজ ভারতের সবচেয়ে প্রবীণ ধনকুবের তিনি! সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন