মুম্বই: গতরাত থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টি। আজ সকালেও বিরাম নেই। মুম্বইয়ের ২ কোটি বাসিন্দার জীবনরেখা লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে, বন্ধ শহরের সব অফিস। তবে জরুরি পরিষেবা চালু রয়েছে।

আজ ও কাল প্রচণ্ড বৃষ্টি হতে পারে আশঙ্কায় দেশের আর্থিক রাজধানী ও আশপাশের কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। এই জেলাগুলি হল থানে, পুণে, রায়গড় ও রত্নগিরি। বৃহন্মুম্বই পুরনিগম জানিয়েছে, আবহাওয়া দফতর অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে, তাই জরুরি পরিষেবা ছাড়া সব অফিস বন্ধ থাকবে।বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট বাস পরিষেবারও একাধিক রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। গোরেগাঁও, কিং সার্কল, হিন্দমাতা, দাদার, শিবাজি চক, শেল কলোনি, কুর্লা এসটি ডিপো, বান্দ্রা টকিজ, সিওন রোড বানের জলের তলায়। সাবার্বান কান্দিভালি এলাকায় রাতের বৃষ্টিতে ধস নেমেছে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে। ফলে পশ্চিমী মফঃস্বল থেকে দক্ষিণ মুম্বইতে গাড়িঘোড়া চলছে না।

১২টা ৪৭ মিনিটে জোয়ার আসার কথা। পুরনিগম সংশ্লিষ্ট সবকটি দফতরকে সতর্ক করেছে, মানুষকে বলেছে, উপকূলের কাছে বা নীচু এলাকায় না যেতে। ঢেউয়ের উচ্চতা হতে পারে ৪.৫১ মিটার পর্যন্ত। উত্তর মহারাষ্ট্র উপকূলে আজ ও কাল ঝোড়ো হাওয়া বইতে পারে। মুম্বই শহরে কাল সকাল ৮টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৩০.০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

প্রতি বছর বৃষ্টিতে ভাসে মুম্বই। জুন থেকে সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত বৃষ্টি চলে আর এর ফলে যে জনজীবনে যে সঙ্কট তৈরি হয়, তার সঙ্গে মানিয়ে চলতে হিমসিম খান মুম্বইবাসী। জল টেনে নিতে দারুণ সক্ষম ম্যানগ্রোভ অরণ্যের বেশিরভাগই গত ১০ বছরে কেটে ফেলেছে মুম্বই প্রশাসন, উঠেছে বিশাল সব বহুতল। ফলে বৃষ্টিজনিত সঙ্কট কাটানোর কোনও পথ পাচ্ছে না তারা।