তিনি ট্যুইট করেছেন, বহু দশক ধরে দলকে তৈরি করার জন্য পরিশ্রম করেছেন যাঁরা, তাঁদের সবাইকে জানাই শ্রদ্ধা। দেশের সর্বত্র কোটি কোটি মানুষের সেবা করার সুযোগ বিজেপি পেয়েছে ওঁদের জন্যই।
যখনই দেশের সেবা করার সুযোগ দেওয়া হয়েছে, বিজেপি সুশাসন ও গরিবের ক্ষমতায়নে গুরুত্ব দিয়েছে বলেও জানিয়েছেন মোদি। বলেছেন, দলের নীতি, আদর্শের সঙ্গে সাযুজ্য় রেখে আমাদের কার্যকর্তারা বহু মানুষের জীবনে ইতিবাচক বদল ঘটাতে কঠোর পরিশ্রম করেছেন, বিরাট সমাজসেবা করেছেন।
ভারত যখন কোভিড ১৯এর মোকাবিলায় লড়ছে, এমন সময়েই দলের ৪০-তম বর্ষপূর্তি হল বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি কার্যকর্তাদের আমাদের দলীয় সভাপতি জে পি নড্ডাজির দেখানো গাইডলাইন অনুসরণ করার, সামাজিক দূরত্ব পালনের ওপর আস্থা স্থাপনের আবেদন করছি, তাঁরা যেন বিপন্ন, অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আসুন ভারতকে কোভিড ১৯ মুক্ত করি।