নয়াদিল্লি: বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকার ঘটনা সামনে এসেছে। আবার বোমা ছুড়ে 'অ্যান্টিলিয়া' উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এসেছে ফোনও। সেই আবহেই, মুকেশ আম্বানি এবং তাঁর গোটা পরিবারকে Z+ ক্যাটেগরির নিরাপত্তা প্রদানের (Ambani Family Security) নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court), যা কিনা বিশিষ্ট নাগরিকদের জন্য ভারতের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। শুধু দেশেই নয়, দেশের বাইরেও ২৪ ঘণ্টা তাঁদের নিরাপত্তার বেষ্টনীতে রাখতে হবে বলে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত।


মুকেশ আম্বানি এবং তাঁর গোটা পরিবারকে Z+ ক্যাটেগরির নিরাপত্তা 


ঝুঁকির কথা মাথায় রেখে আম্বানিদের জন্য সর্বোচ্চ স্তরের নিরাপত্তার ব্য়বস্থা করতে শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিকাশ সাহা নামের জনৈক ব্যক্তি। কেন্দ্রীয় সরকারের স্পেশাল লিভ পিটিশনের আওতায় ত্রিপুরা হাইকোর্টের রায়ের পর আদালতের দ্বারস্থ হন তিনি। কারণ  আম্বানিদের প্রাণের ঝুঁকি আদৌ রয়েছে কিনা, থাকলেও, তা কতটা গুরুতর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে তার বিশদ রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল ত্রিপুরা হাইকোর্ট।



আরও পড়ুন: Delhi Ministers Resignation: গ্রেফতার হওয়ার পর সিদ্ধান্ত, দিল্লির উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা সিসৌদিয়ার, সরলেন সত্যেন্দ্রও


আগেই ত্রিপুরা আদালতের সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। মঙ্গলবার দেশে এবং বিদেশে আম্বানিদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল।বিচারপতি কৃষ্ণ মুরারি এবং এহসানউদ্দিন আমানাতুল্লার ডিভিশন বেঞ্চ এ দিন এই নির্দেশ দেন। তাঁরা জানান, যখন মুম্বইয়ে থাকবেন আম্বানিরা, তাঁদের নিরাপত্তার দায়িত্ব মহারাষ্ট্র সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। যখন বিদেশ যাবেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। আম্বানিরাই সেই খরচ বহন করবেন বলে জানিয়েছে আদালত।


আদালতে আম্বানিদের হয়ে সওয়াল করছিলেন অভিজ্ঞ আইনজীবী মুকুল রোহাতগি। তিনি জানান, সর্বদা ঝুঁকি নিয়ে বেঁচে রয়েছেন আম্বানিরা। ভারতকে নড়বড়ে করে দিতে তাঁদের অর্থনৈতিক ভাবে আক্রমণ করা হতে পারে। শুধু ভারতেই নয়, দেশের বাইরেও বিপদ রয়েছে তাঁদের।


আদালতে আম্বানিদের হয়ে সওয়াল করছিলেন অভিজ্ঞ আইনজীবী মুকুল রোহাতগি


এর পরই আদালত জানায়, আম্বানিরা যদি নিজের খরচে নিরাপত্তা যদি নিতে চান আম্বানিরা, তাতে মানচিত্রের গণ্ডি মানার প্রয়োজন নেই। দেশের বাইরেও যেহেতু ব্য়বসার কাজে যান আম্বানিরা, সেখানেও নিরাপত্তা প্রাপ্য তাঁদের।