নয়া দিল্লি: হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন সুখবিন্দর সিং সুখু (Sukhwinder Singh Sukhu) এবং নতুন উপমুখ্যমন্ত্রী হবেন মুকেশ অগ্নিহোত্রী (Mukesh Agnihotri), এদিন এমনটাই জানিয়ে দেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। রবিবার শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। 


সংবাদসংস্থা এএনআইকে সুখবিন্দর সিং সুখু বলেন, "আমি আমার রাজনৈতিক কর্মজীবন শুরু করেছি যখন আমার বয়স ছিল ১৭ বছর। কংগ্রেস আমার জন্য যা করেছে তা আমি কখনই ভুলব না। মনোনীত উপমুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী এবং আমি একসঙ্গে দল হিসেবেই কাজ করব।" 






সুখবিন্দর সিং সুখু হিমাচল প্রদেশের নাদাউন বিধানসভা কেন্দ্রের চারবারের বিধায়ক। ২০১৩ এবং ২০১৯ পর্যন্ত তিনি ছিলেন হিমাচল প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি। সংবাদসংস্থা এএনআইকে সুখবিন্দর বলেন, "আমি সনিয়া গাঁধী, রাগুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী এবং রাজ্যবাসীর কাছে কৃতজ্ঞ। আমাদের সরকার পরিবর্তন আনবেই। হিমাচল প্রদেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করবই। আমরা রাজ্যের উন্নতির স্বার্থে কাজ করব।"  


আরও পড়ুন, ‘পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন কেউ কেউ’, টেটের আগের দিন বিস্ফোরক অভিযোগ পর্ষদ সভাপতির


 






প্রসঙ্গত, গুজরাতের আকাশে যখন গেরুয়া আবির উড়ছে, তখন প্রায় ১২০০ কিলোমিটার দূরে হিমাচলপ্রদেশে বিজেপিকে জোর ধাক্কা দিয়েছে কংগ্রেস। ৩৭ বছরের রেওয়াজ মেনেই, পাঁচ বছর ক্ষমতায় থাকার পর, শাসক দল বিজেপিকে প্রত্যাখ্যান করল হিমাচলবাসী। হিমাচলপ্রদেশের ৬৮টি আসনের মধ্যে বিজেপিকে টেক্কা দিয়ে অনায়াসেই ম্যাজিক ফিগার পেরিয়ে গেছে কংগ্রেস। আগের বারের চেয়ে অনেক কম পেয়ে বিজেপি পেয়েছে ২৬টি আসন। 


পাঞ্জাবের পাশের রাজ্য হিমাচলে কেজরিওয়ালের আম আদমি পার্টি একটিও আসনে জিততে পারেনি। নির্দলরা পেয়েছে ৩টি আসন। মহারাষ্ট্রে ক্ষমতা হারানোর পর, এই মুহূর্তে কংগ্রেস দুটি রাজ্যে একার জোরে ক্ষমতায় রয়েছে। রাজস্থান এবং ছত্তীসগঢ় এবার তার সঙ্গে যুক্ত হতে পারে হিমাচল প্রদেশও। 


লোকসভা ভোটের দেড়বছর আগে, এই জয় কিছুটা হলেও উজ্জীবিত করেছে কংগ্রেস শিবিরকে। সাংসদ রাহুল গান্ধী ট্যুইট করেছেন, হিমাচলপ্রদেশে নির্ণায়ক জয়ের জন্য সেখানকার ভোটারদের আন্তরিক ধন্যবাদ। সমস্ত কংগ্রেস নেতা ও কর্মীদের অভিনন্দন। এই জয় আপনাদের পরিশ্রম এবং ত্যাগের ফসল। আবার আশ্বস্ত করছি, সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি অতি শীঘ্র বাস্তবায়িত করব।



হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন জয়রাম ঠাকুর। হার স্বীকার করে নিয়েছেন তিনি। হিমাচল প্রদেশে কংগ্রেসের মুখ্য়মন্ত্রী পদের দাবিদার ছিলেন ৩ জন। প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিং, বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রী, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুখবিন্দর সিং সুখু।