নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে পশ্চিমবঙ্গের বদলে বাংলাদেশে প্রচার করতে বললেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মমতা মঙ্গলবার কালিয়াগঞ্জের প্রচারসভায় বাংলাদেশ থেকে আসা সব লোকজন যারা পশ্চিমবঙ্গে একের পর এক নির্বাচনে ভোট দিয়ে আসছেন, তাঁরা সবাই ভারতীয় নাগরিক বলে ঘোষণা করেন। তারই প্রতিক্রিয়ায় হিমন্ত বলেছেন, এ থেকেই পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পক্ষে। তিনি ভারতীয় সংবিধানের নাগরিকত্ব ধারার নতুন সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছেন। আমার মনে হয়, পরের বার তিনি পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশে ভোটপ্রচার করে বলবেন, দয়া করে আসুন, আমায় বারবার নির্বাচিত করুন।
মমতার দেশে ‘সম্পদের সঙ্কট, অপ্রতুলতার ব্যাপারে কোনও সত্যিকারের উদ্বেগ’ নেই বলে অভিযোগ করে হিমন্ত বলেন, পশ্চিমবঙ্গ সরকারের হাতে যে সীমিত সম্পদ আছে, তা রাজ্যের গরিব, দুঃস্থ মানুষের জন্য কাজে লাগানো উচিত।
মমতা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের একটি বিশেষ অংশকে খোলাখুলি আমন্ত্রণ জানাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
যদিও অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতা তরুণ গগৈ বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে মমতা নিজের রাজ্যকে চেনেন। ভোটাররা ভারতীয় নাগরিক, নির্বাচন কমিশন তাঁদের ভারতীয় নাগরিক বলে প্রমাণ পেয়েছে বলেই তাঁদের ভোটার তালিকায় নাম উঠেছে। ওরা ভারতীয় নাগরিক।
কোনও বেআইনি বাংলাদেশি ভোটার কার্ড পেয়ে থাকলে তার দায় নির্বাচন কমিশনের, বলেন গগৈ। বলেন, ভারতের নির্বাচন কমিশন ভোটার কার্ড ইস্যু করেছে, ভোটার তালিকায় নামও তুলেছে। একমাত্র ভারতীয় নাগরিকরাই ভোটার হতে পারেন। সুতরাং কমিশনেরই যথাযথ পদক্ষেপ করা উচিত।