বিপুল অর্থব্য়য় করে বিচারপতি পুত্রের বিয়ে নিয়ে নানা মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ, বিয়েতে খরচ করা হয়েছে সরকারি তহবিল থেকে। আঙুল উঠেছে প্রাক্তন প্রধান বিচারপতির দিকে। এর আরেকটা কারণ, বিচারপতি পদে থাকাকালে নানা সময়ে নির্দ্বিধায় নিজের মতামত দিতেন সাকিব। একটি সূত্রের খবর, ১১ বিচারপতি যাতে বিয়ের আসরে থাকতে পারেন, শুধু সেজন্যই গত সপ্তাহে লাহোরে সুপ্রিম কোর্টের পাঁচটি বেঞ্চ গড়া হয়। বিয়ের আসরের ছবি, ভিডিও সোস্যাল মিডিয়ায় বেরনোর পর হইচই হচ্ছে। লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি মামুন রশিদ শেখ ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সিকে তদন্ত করে দেখতে বলেছেন, কী করে সাকিবের ছেলের বিয়ের ছবি ভাইরাল হল। এতে যাদের হাত আছে, তাদেরও চিহ্নিত করতে বলা হয়েছে। পাত্রীর লেহঙ্গা ভারতীয় ডিজাইনারের তৈরি, দাম দেড় কোটি টাকা! ছেলের বিয়ের খরচ নিয়ে বিতর্কে প্রাক্তন পাক প্রধান বিচারপতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Mar 2020 03:42 PM (IST)
বিপুল অর্থব্য়য় করে বিচারপতি পুত্রের বিয়ে নিয়ে নানা মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ, বিয়েতে খরচ করা হয়েছে সরকারি তহবিল থেকে।
ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি সাকিব নিশারের ছেলে নজম সাকিবের সম্প্রতি ধুমধাম করে বিয়ে হল। জাঁকজমকে কোনও ত্রুটি রাখেননি নজম। জলের মতো পয়সা ঢেলেছেন। বিয়ের আসর, রিসেপশন, পাত্রীর পোশাক, সবই ছিল নজরকাড়া। শোনা যাচ্ছে, পাত্রীর পরণের চোখ-ধাঁধানো লেহঙ্গার দিকে একবার তাকিয়ে নাকি চোখ ফেরাতে পারেননি অতিথি-অভ্যাগতরা, যাঁদের মধ্যে ছিলেন আদালতের শীর্ষ বিচারপতিরা। ভালিমা প্রথার সময় কনের পরা লেহঙ্গাটি বানিয়েছেন ভারতের নামী ডিজাইনার অনিতা ডোঙ্গরে। আর সেটির দাম? চোখ কপালে উঠতে পারে। দেড় কোটি টাকা! বিয়ের আরেকটি আচার পালনের সময় পাত্রী পরেছিলেন পাকিস্তানের ডিজাইনার ডঃ আহমেদ হারুনের তৈরি একটি লাল পোশাক। বিয়ের অনুষ্ঠানে নবদম্পতিকে আশীর্বাদ করতে হাজির ছিলেন এখনকার প্রধান বিচারপতি গুলজার আহমেদ সমেত ১১জন বিচারপতি।