গুয়াহাটি : অসমে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত হলেন হিমন্ত বিশ্বশর্মা। সেই কারণে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তাঁকে শীঘ্রই সরকার গড়তে ডাকা হবে। আজ একথা জানান কেন্দ্রীয় পর্যেবক্ষক ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।


আজ শর্মার নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। প্রস্তাব সমর্থন করেন রাজ্য বিজেপির সভাপতি রঞ্জিত কুমার দাস এবং নব নির্বাচিত বিধায়ক নন্দিতা গার্লোসা। যেহেতু আর কোনও নাম ওঠেনি তাই শর্মাকে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। 


তোমর জানিয়েছেন, বিজেপি খুব শীঘ্রই জোটসঙ্গী AGP এবং UPPL-এর সঙ্গে আলোচনায় বসবে। 


এদিকে আজই বৈঠকে বসে AGP-র পরিষদীয় দল। পরে তারা ঘোষণা করে যে, বিজেপির পরিষদীয় দল যে নেতা নির্বাচন করবে তাকে তারা সমর্থন করবে। 


আজই রাজ্যপাল জগদীশ মুখীর কাছে পদত্যাগ করেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। নিয়মমতো রাজ্যপাল তাঁকে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে বলেন।


প্রসঙ্গত, অসমে দল জয়লাভ করার পর কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী- সোনোয়াল না শর্মা তা নিয়ে টানাপোড়েন চলছিল। সোনোয়ালের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এবং তিনি উপজাতীয় সম্প্রদায়ের প্রতিনিধি। যদিও দলের একাংশ মনে করে, হিমন্ত বিশ্বশর্মার সাংগঠনিক দক্ষতা এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা বেশি। তাই তাঁকে মুখ্যমন্ত্রী করা উচিত।


এই পরিস্থিতিতে অসমে নতুন সরকার গঠনের জন্য গত শনিবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং স্বাস্থ্যমন্ত্রী তথা নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের আহ্বায়ক হিমন্ত বিশ্বশর্মাকে ডেকে পাঠান দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে বৈঠক হয়। এরপর আজ দলের পরিষদীয় দলের বৈঠকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঠিক করা হয়।


অসমে ১২৬টি আসন রয়েছে। এবার এখানে বিজেপি নেতৃত্বাধীন জোট ৭৫টি আসন পায়। এর মধ্যে বিজেপির ঝুলিতে ঢোকে ৬০টি এবং জোটসঙ্গী AGP ও UPPL যথাক্রমে ৯টি ও ৬টি করে আসন পায়।