নয়া দিল্লি: ফের 'চিকেন নেক' নিয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশের মানচিত্র সোশাল মিডিয়ায় শেয়ার করে সাফ বলেন, ভারতের ‘চিকেন নেক’ নিয়ে যারা ভয় দেখানোর চেষ্টা করে তাদের মনে রাখা উচিত নিজের দেশের অবস্থাও। তিনি বলেন, 'চিকেন নেক করিডোর' নিয়ে যারা ভারতকে হুঁশিয়ারি দেয় তাদের মনে রাখা উচিত যে বাংলাদেশের দুটি সংকীর্ণ ভূমি রয়েছে, যা 'অনেক বেশি ঝুঁকিপূর্ণ' অবস্থানে রয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূস 'চিকেন'স নেক' নিয়ে যে মন্তব্য করেছেন তারই প্রেক্ষিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। নিজের সোশাল মিডিয়ায় বাংলাদেশের মানচিত্র শেয়ার করলেন হিমন্ত। এক্স হ্যান্ডেলে হিমন্ত লিখেছেন, ‘বাংলাদেশের দু’টি চিকেন নেক রয়েছে যেটা অনেক অনেক বেশি নড়বড়ে। প্রথমটা হল দক্ষিণ দিনাজপুর থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে নর্থ বাংলাদেশ করিডর। এই এলাকায় কোনও সমস্যা হলে গোটা রংপুর বিচ্ছিন্ন হয়ে পড়বে বাংলাদেশের থেকে। দ্বিতীয়টা হল দক্ষিণ ত্রিপুরা থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরত্বে চিটাগং করিডর। ভারতের চিকেন নেকের থেকেও অনেকটা ছোট এই অংশটি। তাছাড়াও বাংলাদেশের রাজধানী এবং অর্থনৈতিক রাজধানীর মধ্যে এই পথটাই একমাত্র সংযোগকারী।’
দিনকয়েক আগেই সাংবাদিক সম্মেলনে হিমন্ত বলেছিলেন, “আমাদের একটা চিকেন নেক রয়েছে। কিন্তু বাংলাদেশের চিকেন নেকের সংখ্যা দু’টি। যদি বাংলাদেশ আমাদের চিকেন নেককে আক্রমণ করে, তাহলে আমরা বাংলাদেশের দুটো চিকেন নেকেই আক্রমণ করব।”
শিলিগুড়ি শহরের চারপাশে অবস্থিত এক বিস্তৃত ভূমিকে বলা হয় চিকেনস নেক, যা উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করেছে। এই করিডোরের সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার চওড়া। এই করিডোরের এক পাশে রয়েছে নেপাল, অন্য পাশে বাংলাদেশ এবং করিডোরটির উত্তরে রয়েছে ভুটান। কাজেই এই করিডোরটি ভূ-রাজনৈতিক এবং ভূ-অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, শিলিগুড়ি করিডোরের মতো বাংলাদেশেরও দুটি চিকেনস নেক রয়েছে। এর মধ্যে একটি বাংলাদেশের বৃহত্তম বন্দর নগর চট্টগ্রামকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে। এই করিডোরের সবচেয়ে সংকীর্ণ অংশটি প্রায় ৩০ কিলোমিটার চওড়া। বাংলাদেশের অন্য চিকেনস নেকটি হলো রংপুর করিডোর। মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের মধ্যে অবস্থিত এই করিডোর। মাঝখানে রয়েছে বাংলাদেশের রংপুর বিভাগ। এই করিডোরের সংকীর্ণতম অংশটি প্রায় ৯০ কিলোমিটার প্রশস্ত।