হিনার বাবার অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, কফি খাওয়ার জন্য ২০০ টাকা যেন তাঁর কাছ থেকে হিনা নিয়ে নেন। হিনাকে তিনি সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, কোনও কার্ড হিনা এখন ফেরত পাবেন না। হিনা ও তাঁর বাবার এ ধরনের ভিডিয়ো অবশ্য ভক্তকুল আগেও দেখেছেন। যখন বাস্তবিক লকডাউন চলছিল, তখন নানান মজার ভিডিয়ো পোস্ট করতেন হিনা। তবে এবারের ভিডিয়ো ফ্যানদেরও একটু সতর্ক করতে পারে বই কী! হিনার বাবার মতো করোনা-কালে খরচে লাগাম পরানোর কথা ভাবতে পারেন হিনার ভক্তেরাও। অভিনেত্রী হিনা খানের সব ক্রেডিট, ডেবিট কার্ড ব্লক করলেন তাঁর বাবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Nov 2020 02:55 PM (IST)
হিনার বাবার অবশ্য যুক্তি, এখনও লকডাউন চলছে। এই লকডাউন পর্বে টাকা বাঁচানো উচিত বলে বাবা হিনাকে সতর্ক করেছেন।
মুম্বই: 'গুরুতর সমস্যায়' অভিনেত্রী হিনা খান। এমনকি এক কাপ কফি খাওয়ার কার্যত উপায় নেই তাঁর! এই দুর্দশার কথা ইনস্টাগ্রামে ফলাও করে জানিয়েছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত সুরাহা হয়নি। হিনা খান ও তাঁর বাবার কথোপকথনের দিকে চোখ রাখলেই বোঝা যাবে গোটা বিষয়টি। হিনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলছে, তাঁর বাবা তাঁর যাবতীয় কার্ড ব্লক করে দিয়েছেন। হিনার যত ডেবিট ও ক্রেডিট কার্ড আছে সব ব্লকড। ফলে কোনও খরচই করতে পারছেন না অভিনেত্রী। বাবাকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন হিনা। অভিনেত্রীর প্রশ্ন তুমি আমার সব কার্ড ব্লক করে দিয়েছ, কেন? হিনার বাবার অবশ্য যুক্তি, এখনও লকডাউন চলছে। এই লকডাউন পর্বে টাকা বাঁচানো উচিত বলে বাবা হিনাকে সতর্ক করেছেন। কিন্তু বাবার সতর্কবাণীতে আমল দিতে নারাজ অভিনেত্রী। প্রায় শিশুদের মতোই্ বাবার কাছে হিনার কাতর আবেদন, ’’তুমি আমার সব কার্ড ব্লক করে দিতে পারো না। আমি শপিং করব কীভাবে? এবং কী হবে যদি আমি এক কাপ কফি খেতে চাই?‘‘ ইনস্টাগ্রামে তিনি নিজেই একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানেও বাবাকে তিনি বলছেন, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমার একটাও ক্রেডিট বা ডেবিট কার্ড নেই। তুমি আমার সব কার্ড ব্লক করে দিয়েছ। কেন?