মুম্বই: মেয়েদের পুরুষের সমকক্ষ হয়ে ওঠার দাবিকে কটাক্ষের পাশাপাশি ঘর-সংসার সামলানোই তাদের প্রকৃত কাজ বলে অভিমত প্রকাশ করে বিতর্কে জড়ালেন ‘শক্তিমান’ ও ‘মহাভারত’ খ্যাত মুকেশ খন্না। তাঁর সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে যাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, মি টু সমস্যার সূত্রপাত হয়েছে মহিলারা কর্মসূত্রে ঘরের বাইরে পা দিতেই। ফিল্মি চর্চাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনয় জগতের পরিচিত মুখ মুকেশ বলেছেন, ঘর সামলানোই মেয়েদের কাজ। মি টু সমস্যা শুরু হয়েছে তখনই যখন মহিলারা কাজে যাওয়া শুরু করেছে। আজকাল মেয়েরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাইছে। লোকে নারীমুক্তির কথা বলে, কিন্তু সমস্যার শুরু কোথায়, আমি বলছি। সবার প্রথমে সমস্যায় পড়ে ঘরের বাচ্চা। কেননা সে মায়ের যত্ন-ভালবাসা পায় না। সারাদিন ঘরে আয়ার সঙ্গে বসে টিভি দেখে। যেদিন মেয়েরা বলতে শুরু করল, ছেলেরা যা করে, তারাও তা-ই করবে, সেদিনই সমস্যার শুরু। কিন্তু তা হয় না। পুরুষ পুরুষ, নারী নারীই। একইসঙ্গে আজকের ‘আধুনিক দুনিয়া’য় তাঁর বক্তব্য হয়তো গ্রহণযোগ্য হবে না, সেটাও বলেছেন তিনি।
মুকেশের বক্তব্যের তীব্র সমালোচনা হয় ট্যুইটারে। একজন লেখেন, ওনার মতো লোকে কথা বলার মঞ্চ পেলেই মুখ থেকে গুলি ছুটতে থাকে। আরেকজন লেখেন, কী হতাশাজনক! তৃতীয় আরেকজন লেখেন, উনি ভাবছেন মি টু শুরু হয়েছে মেয়েদের ছেলেদের সমকক্ষ হয়ে উঠতে চায় বলেই! কী অসুস্থ মানসিকতার লোক। আমার কষ্ট হচ্ছে ওনার ঘরের মহিলাদের জন্য যাঁদের ওঁর মতো লোককে নিয়ে চলতে হয়!
ঘর সামলানোই মেয়েদের কাজ, ওরা কাজে যায়, তাই মি টু! বিতর্কে জড়ালেন ‘শক্তিমান’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Nov 2020 12:50 PM (IST)
একইসঙ্গে আজকের ‘আধুনিক দুনিয়া’য় তাঁর বক্তব্য হয়তো গ্রহণযোগ্য হবে না, সেটাও বলেছেন তিনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -