করাচি: পাকিস্তানের বন্দর শহর করাচিতে গুলিতে খুন হিন্দু ডাক্তার। ৫৬ বছর বয়সি ডাঃ প্রীতম লাখওয়ানি বৃহস্পতিবার পাক কলোনির বড়া রোডের কাছে তাঁর ক্লিনিকের বাইরে গুলিতে জখম হন। গার্ডেন ইস্টের বাসিন্দা লাখওয়ানিকে প্রথমে আব্বাসি শহিদ হাসপাতাল ও পরে সেখান থেকে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

লাখওয়ানির ছেলে রাকেশ কুমারকে উদ্ধৃত করে ‘দি এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে, ক্লিনিক থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন উনি। কেউ একজন বাবার সেলফোন থেকে আমাকে জানায়, তিনি খুন হয়েছেন।

গত ১৫ বছর ধরে ওই ক্লিনিক চালানো ডাক্তারকে হত্যার কী উদ্দেশ্য থাকতে পারে, বোঝার চেষ্টা করছে পুলিশ। তবে নিশানা করেই খুন করা হয়েছে, এটাই তাদের ধারণা। জানা গিয়েছে, ঘটনার সময় এলাকায় বিদ্যুত্ ছিল না।  এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

তবে এর মধ্যেই ‘এটি ধর্মীয় কারণে খুন’ বলে দাবি করেছেন মুত্তাহিদা কউমি মুভমেন্ট (এমকিউএম)-এর সংখ্যালঘু বিধায়ক সঞ্জয় পারওয়ানি। তিনি বলেছেন, লাখওয়ানি তাঁর সহকারীকে সেলফোনের ব্যালেন্স কার্ড ভরিয়ে আনতে পাঠান। সহকারী সরে যেতেই কেউ ঘটনাস্থলে হাজির হয়ে তাঁকে গুলি করে। পারওয়ানির দাবি, ডাক্তারের কোনও কিছু চুরি যায়নি, যা খুনের কারণ অন্য হওয়ার দিকেই ইঙ্গিত করছে।

গত সপ্তাহেই অনিল কুমার নামে ৩২ বছর বয়সি এক হিন্দু ডাক্তারকে করাচির সিভিল হাসপাতালের আইসিইউয়ের ভিতরে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায়।