নয়াদিল্লি: দুদিনের রাজ্য সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ডায়মন্ডহারবারে যাওয়ার পথে তাঁর কনভয়ে হামলার অভিযোগে রাজ্য-রাজনীতি উত্তাল। তৃণমূলের মদতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির। এ নিয়ে সুর চড়িয়ে বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর শাসন খতম হতে চলেছে অনুমান করে মুখ্য়মন্ত্রী হতাশায় ভুগছেন বলে কটাক্ষ করেছেন বিতর্কিত বিজেপি নেত্রী। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই বলেছে, উনি (মমতা বন্দ্যোপাধ্যায় হতাশাগ্রস্ত কেননা বুঝতে পেরেছেন যে, ওনার জমানার অবসান হতে চলেছে। বিজেপির পরবর্তী বিধানসভা নির্বাচনে জিতবে, পশ্চিমবঙ্গে হিন্দু রাজ কায়েম হবে।
বরাবরই বিতর্কিত মন্তব্য়ের জন্য শিরোনামে থাকেন প্রজ্ঞা। অতীতে মুম্বই সন্ত্রাসবাদী হামলা রুখতে গিয়ে জঙ্গিদের বুলেটে প্রাণ হারানো মুম্বই পুলিশের সন্ত্রাস দমন শাখার প্রধান হেমন্ত কারকারের কর্মফলে মৃত্যু হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য় করেছিলেন মালেগাঁও বিস্ফোরণ মামলায় নাম জড়ানো প্রজ্ঞা।
নাড্ডা ডায়মন্ডহারবারে দলীয় জনসভায় যাওয়ার পথে তৃণমূল মদতপুষ্ট দুষ্কৃতীরা তাঁর কনভয়ের ওপর ইট-পাথর ছোঁড়ে, লোহার রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, জাতীয় সহ সভাপতি মুকুল রায়, রাজ্য় সভাপতি দিলীপ ঘোষের গাড়িও ভাঙচুর করা হয় বলে দাবি। নাড্ডা অক্ষত থাকলেও বিজয়বর্গীয়, মুকুল রায়ের আঘাত লাগে। বৃহস্পতিবারের হামলার পর বিজেপির শীর্ষ নেতৃত্ব অভিযোগ তোলে, নাড্ডার নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থার আয়োজন করেনি রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের শীর্ষ নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের দিকে আঙুল তুলে শাসক দলের পৃষ্ঠপোষকতায় হামলা হয়েছে বলে অভিযোগ তুলে বলেছেন, তৃণমূলের শাসনে রাজ্যে নৈরাজ্য, অত্যাচারের জমানা চলছে।
Nadda convoy attacked: নাড্ডার কনভয়ে হামলা: ক্ষমতা হারাচ্ছেন, বুঝে ‘হতাশ’ মমতা, বাংলায় এবার হিন্দু রাজ, বললেন প্রজ্ঞা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Dec 2020 09:07 PM (IST)
বরাবরই বিতর্কিত মন্তব্য়ের জন্য শিরোনামে থাকেন প্রজ্ঞা। অতীতে মুম্বই সন্ত্রাসবাদী হামলা রুখতে গিয়ে সন্ত্রাসবাদীদের বুলেটে প্রাণ হারানো মুম্বই পুলিশের সন্ত্রাস দমন শাখার প্রধান হেমন্ত কারকারের কর্মফলে মৃত্যু হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য় করেছিলেন তিনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -