লখনউ: জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করা না হলে ভারতে আগামী ৫০ বছর ‘হিন্দুত্ব’ নিরাপদ নয় বলে অভিমত জানালেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ। বালিয়ার এই বিধায়ক মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে আসেন। অসমের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ) প্রধান বদরুদ্দিন আজমলের সাম্প্রতিক ‘আপত্তিকর’ মন্তব্যের দুদিন বাদে পাল্টা এই প্রতিক্রিয়া তাঁর। আজমলের বিরুদ্ধে সুরেন্দ্রর অভিযোগ, তিনি বলেছেন যে, (জনসংখ্যা নিয়ন্ত্রণ) আইন থাকলেও মুসলিমরা সন্তান উত্পাদন করেই যাবে। একদিন যাতে ওই সম্প্রদায় সংখ্যায় বেড়ে দেশটা দখল করতে পারে, সেজন্য তাদের বেশি বেশি সন্তান জন্মে উত্সাহ দেওয়ার লক্ষ্যেই আজমল ওই মন্তব্য করেছেন বলে দাবি করেন সুরেন্দ্র। অসম সরকার সম্প্রতি ঘোষণা করেছে, দুটির বেশি সন্তান হলে সরকারি চাকরির অধিকার থাকবে না। এজন্য আইন আসছে। পাল্টা আজমল বলেছেন, মুসলিমরা এ ব্যাপারে কারও কথাই শুনবে না। সরকার মুসলিমদের সরকারি চাকরি পাওয়া ঠেকাতে এই আইন এনেছে। সাচার কমিটির রিপোর্ট বলছে, ২ শতাংশেরও কম মুসলিম সরকারি চাকরি পায়। মুসলিম সমাজে সাক্ষর লোকজনের সংখ্যা বাড়ছে, তারা দুনিয়াব্যাপী কাজ করছে। আমাদের ধর্মের ও আমার নিজেরও মত হল, যারা এই পৃথিবীতে আসতে চায়, তারা আসবেই, কেউ ঠেকাতে পারবে না।