জম্মু: গত বছর এপ্রিলে জম্মুতে সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলায় আরএসএস কর্মী চন্দ্রকান্ত শর্মা ও তাঁর ব্যক্তিগত নিরাপত্তা অফিসার খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হিজবুল মুজাহিদিন জঙ্গি। রুস্তম আলি নামে ওই জঙ্গি জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলার হানজালা এলাকায় গতকাল রাতে ধরা পড়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ)-র হাতে। চন্দ্রকান্ত ও তাঁর পিএসও হত্যাকাণ্ডে এনআইএ-র জমা দেওয়া চার্জশিটে রুস্তমের নাম করা হয়েছিল।
প্রসঙ্গত, ২০১৮-য় বিজেপির রাজ্য সম্পাদক অনিল পরিহার নিহত হন। গত বছরের এপ্রিলে গুলি করে হত্যা করা হয় চন্দ্রকান্তের মতো শীর্ষ আরএসএস কর্মী, তাঁর নিরাপত্তা অফিসারকে। সব হত্য়াকাণ্ডের পরই কিস্তোয়ার বিক্ষোভে অশান্ত, উত্তাল হয়ে উঠেছিল। গত ২৩ সেপ্টেম্বর এইসব হত্যাকাণ্ডের ব্যাপারে নিসার আহমেদ শেখ, নিশাদ আহমেদ ও আজাদ হুসেন নামে হিজবুল সন্ত্রাসবাদীকে গ্রেফতার করে জম্মু ও কাশ্মীর পুলিশ।
কিস্তোয়ারে নাশকতা, সন্ত্রাসবাদের পুনরুজ্জীবন ঘটাতেই ষড়যন্ত্র করে বিজেপি, সঙ্ঘ নেতাদের হত্য়া করা হয় এবং তার ছক কষেছিল এলাকার সবচেয়ে বেশিদিন টিকে থাকা হিজবুল কম্যান্ডার জাহাঙ্গির সরুরি, দাবি পুলিশ কর্তাদের।