নয়াদিল্লি: সশিষ্য 'ফিরছেন' তথাগত! স্পষ্ট করে বললে, তাইল্যান্ডের (Sacred Buddha Relics Return) চারটি জায়গায় প্রায় ৪০ লক্ষ ভক্তের উপাসনার পর মাসখানেকের 'সফর' শেষে ফিরছে বুদ্ধদেবের সংরক্ষিত স্মৃতিচিহ্ন। একই সঙ্গে ফেরার কথা তাঁর দুই শিষ্য, অরিহান্ত সরিপুত্ত এবং মহা মোগাল্লানা সংরক্ষিত স্মৃতিচিহ্নও। সেই নিয়ে রাজধানীর পালামে, এয়ার ফোর্স স্টেশনে বিশেষ তৎপরতা। সূত্রের খবর, সংরক্ষিত স্মৃতিচিহ্নগুলিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ফেরানো হবে।
বিশদ...
গত ২২ ফেব্রুয়ারি, নয়াদিল্লি থেকে এই সফর শুরু হয়েছিল। তার পর, ব্যাঙ্কক, চিয়াং মাই, উবন রতচঠানি এবং ক্র্যাবি, তাইল্যান্ডের এই চার জায়গায় প্রদর্শনী হয় সংরক্ষিত স্মৃতিচিহ্নগুলির।সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার এবং 'ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন'-র সম্মিলিত উদ্যোগে আয়োজিত হয় 'শেয়ার্ড হেরিটেজ, শেয়ার্ড ভ্যালুজ' শীর্ষক এই প্রদর্শনী। দুদেশের মধ্যে যে সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক যোগাযোগ, তা তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। ব্যাঙ্ককের সেন্ট্রাল এগজিহিবিশন পার্কে উদ্বোধনী উপাসনা করেন তাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্ন। সঙ্গে ছিলেন তাঁর রানি। আগামী জুলাই মাসে ৭২তম জন্মবার্ষিকী তাইল্যান্ডের রাজার। সেই সমারোহ উৎসবও শুরু হয় এই উদ্বোধনী উপাসনার পর থেকে।
ভারতের তরফে...
বুদ্ধদেবের সংরক্ষিত স্মৃতিচিহ্নের তাইল্যান্ড সফরে সঙ্গে গিয়েছিলেন বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র কুমার। তাছাড়া ভারতের বৌদ্ধ সন্ন্যাসীরাও তাইল্যান্ডের ওই চার জায়গায় হাজির ছিলেন। একই সঙ্গে ভারতের একাধিক বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছিলেন অধ্যাপকরা। বৌদ্ধধর্ম এবং ওই সংরক্ষিত স্মৃতিচিহ্নের গুরুত্ব দিয়ে তাঁরা একাধিক বক্তৃতাও দেন। 'ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন' জানাচ্ছে, এই সফরে বিপুল সাড়া মিলেছে। তাইল্যান্ডের বহু ভক্ত সংরক্ষিত স্মৃতিচিহ্ন দেখতে ভিড় করেন। উপাসনা এবং প্রার্থনার জন্য একদম ভোরের বেলা লাইনে দাঁড়াতেও কুণ্ঠা ছিল না তাঁদের। এবার ফেরার পালা। সংরক্ষিত স্মৃতিচিহ্ন নিয়ে যে প্রতিনিধিদলের ফেরার কথা, তাঁদের মধ্যে রয়েছেন লাদাখ অটোনমাস হিল ডেভলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান তাশি গ্যালসন। এছাড়াও বৌদ্ধধর্মের দুই ধারার সন্ন্যাসীরাও এটি সঙ্গে করে নিয়ে ফিরছেন। স্বাগত জানাতে কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখির পালাম এয়ার বেসে হাজির থাকার কথা।
আরও পড়ুন:পশ্চিমবঙ্গের ১২ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করল কংগ্রেস : ANI