নয়াদিল্লি : লোকসভায় 'অপারেশন সিঁদুর' সংক্রান্ত দ্বিতীয় দিনের আলোচনায় উত্তপ্ত বাক্য বিনিময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সমাজবাদী পার্টির নেতা তথা সাংসদ অখিলেশ যাদবের মধ্যে। এদিন শাহ সংসদের নিম্নকক্ষে জানান, গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলায় যুক্ত তিন জঙ্গিকে জম্মু ও কাশ্মীরে 'অপারেশন মহাদেব' চালিয়ে খতম করা হয়েছে। তিনি দাবি করেন, সেনা ও সিআরপিএফ জঙ্গিদের "আকা" (প্রধান)-কে মেরে ফেলেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সপা সাংসদ অখিলেশের প্রশ্ন, 'ওদের আকা পাকিস্তানে আছে।' তাতে স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টা জবাব, "কে...আপনার কি পাকিস্তানে কথা হয় ?" শাহের এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানান বিরোধী সাংসদরা। তাঁরা আসন থেকে উঠে পড়েন। Operation Sindoor Discussion in Lok Sabha

বিরোধীদের তরফে এদিন DMK সাংসদ কানিমোঝি বক্তব্য রাখতে উঠে, কেন্দ্রীয় সরকারের পরিবর্তে পাকিস্তানের "বড় বন্ধু" তথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংঘর্ষবিরতির কথা ঘোষণা করা নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই 'অপারেশন সিঁদুর' সংক্রান্ত আলোচনায় বিরোধীদের তরফে সুর চড়ান কনৌজের সাংসদ অখিলেশ। তিনি বলেন, "কীভাবে সরকার পিছু হটল ? সরকারের সংঘর্ষবিরতি ঘোষণার কারণ কী ? আমার আশা ছিল যে, সরকার সংঘর্ষবিরতি ঘোষণা করবে। কিন্তু, ওদের বন্ধুত্ব খুব গভীর, তাই ওরা ওদের বন্ধুকে (আমেরিকা) বলল, আপনাদের উচিত শুধু সংঘর্ষবিরতি ঘোষণা করা, আমাদের তা প্রয়োজন নেই। আমরা এটা শুধু আপনাদের থেকেই গ্রহণ করব।" 

 

"কিন্তু, সবথেকে বড় প্রশ্ন, এই নিরাপত্তা ব্যর্থতার দায় কে নেবে ? সেই সরকার যে সরকার দাবি করে যে, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর কোনও জঙ্গি হামলা হবে না ?" প্রশ্ন অখিলেশের।