গতবারের সফরের ছবি ট্যুইটে শেয়ার করে তিনি লিখেছেন, হায়দরাবাদের গ্লোবাল এন্টারপ্রেনরিয়াল সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যোগ দেওয়ার দুবছর বাদে ভারতে ফিরে আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাবার সঙ্গে ভারত সফরে রওনা হওয়ার আগে করা ট্যুইটে ভারত-মার্কিন বন্ধুত্বের প্রসঙ্গও টেনেছেন ইভাঙ্কা। লিখেছেন, বিশ্বের দুই বৃহত্তম গণতন্ত্রের মহান বন্ধুত্ব এত জোরদার আগে কখনও ছিল না।
ইভাঙ্কার মার্কিন প্রেসিডেন্টের কন্যা হওয়ার পাশাপাশি আরেক পরিচয়, শিল্পোদ্যোগী হিসাবেও। চলতি সফরে তাঁর স্বামীও এসেছেন।