বেলঘরিয়া: বেলঘরিয়ার নন্দননগরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দলীয় কর্মীকে বেধড়ক মারধর করলেন আর এক গোষ্ঠীর তৃণমূল কর্মীরা। তাঁর বাড়ি-দোকান ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। গুরুতর আহত ওই তৃণমূল কর্মী আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি।
অভিযোগ, গতকাল ওই তৃণমূল কর্মীর বাড়ির সামনে অভব্য আচরণ করেন অন্য গোষ্ঠীর এক তৃণমূল কর্মী। প্রতিবাদ করায়, তাঁর বাড়িতে চড়াও হন দলেরই কয়েকজন কর্মী। বাড়ি-দোকান ভাঙচুর করা হয়। বেধড়ক মারধরে গুরুতর জখম হন ওই তৃণমূল কর্মী। পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তবে এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
গোষ্ঠীদ্বন্দ্ব, বেলঘরিয়ায় তৃণমূল সমর্থককে বেধড়ক মারধর দলীয় কর্মীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Feb 2020 11:29 AM (IST)
অভিযোগ, গতকাল ওই তৃণমূল কর্মীর বাড়ির সামনে অভব্য আচরণ করেন অন্য গোষ্ঠীর এক তৃণমূল কর্মী। প্রতিবাদ করায়, তাঁর বাড়িতে চড়াও হন দলেরই কয়েকজন কর্মী।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -