শ্লীলতাহানি রুখতে যাওয়ায় শ্রীরামপুরে খুন হয়ে গেলেন গৃহবধূ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Jul 2020 01:35 PM (IST)
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
শ্রীরামপুর: নিজের শ্লীলতাহানি আটকাতে যাওয়া এক গৃহবধূকে প্রতিবেশী খুন করেছে বলে অভিযোগ। শ্রীরামপুরে ঘটেছে এই ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গতকাল বাড়িতে ছিলেন না গৃহবধূর স্বামী। অভিযোগ, সেই সুযোগে বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করে প্রতিবেশী অমল সমাদ্দার। বাধা দেওয়ায় তাঁকে সজোরে ধাক্কা মারে সে। পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের হয়েছে।