নয়াদিল্লি: ভ্য়াকসিন তৈরির প্রস্তুতি কোন পর্যায়ে? তা দেখতে শনিবার পুণের সেরাম ইনস্টিটিউটে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সংবিধান দিবসে তাঁর সফরের সিদ্ধান্ত জানিয়েছিলেন মোদি। দেশে কীভাবে বানানো হচ্ছে ভ্য়াকসিন, কী কী নিয়মবিধি সহ সতর্কতা মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে শনিবার সেরাম ইনস্টিটিউটে যাচ্ছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ভ্য়াকসিন তৈরি হলে কীভাবে তা বন্টন করা হবে তা নিয়েও আলোচনা করবেন তিনি। ভারত বায়োটেক এবং জাইডাস বায়েটেকের গবেষণাগারেও যাবেন তিনি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে টিকা অ্যাস্ট্রাজেনেকা বানাচ্ছে, তা ভারতে বানানোর অনুমতি পেয়েছে পুণের সেরাম ইনস্টিটিউট। বিপুল সংখ্য়ায় তা বানানো হচ্ছে বলে সেরাম সূত্রে খবর। প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে ইতিমধ্য়ে প্রস্তুতি তুঙ্গে দুই রাজ্য়ে। হায়দরাবাদের পুলিশ কমিশনার ভি সি সজ্জনার জানান, আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৩টের পর হায়দরাবাদে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর। বিমানবন্দর থেকে কনভয় নিয়ে যাবেন জিনোম ভ্যালির ভারত বায়োটেক-এর টিকা তৈরির গবেষণাগারে। হায়দরাবাদে প্রায় ঘণ্টাদু’য়েক থেকে তিনি যাবেন পুণের সেরাম ইনস্টিটিউটে।
https://twitter.com/PMOIndia/status/1332263147437051904?s=08
পুণের ডিভিশনাল কমিশনার সৌরভ রাউ আগেই জানিয়েছিলেন, ভ্য়াকসিন তৈরির প্রস্তুতি দেখতে সেরাম ইনস্টিটিউটেস আসবেন প্রধানমন্ত্রী। এদিকে চলতি সপ্তাহের মঙ্গলবার মুখ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। কবে ভ্য়াকসিন বাজারে আসবে তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। তবে রাজ্য়গুলিকে বেশ কিছু প্রস্তুতির কথা বলেন মোদি। ভ্য়াকসিন সংরক্ষণের জন্য় যথাযথ ব্য়বস্থা নিতে বলেছেন তিনি। একইসঙ্গে ভ্য়াকসিন বন্টন নিয়ে রাজ্য়ে কী কী পরিকল্পনা নিয়েছে তার রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠাতে বলা হয়েছে। মোদি বলেন, রাজ্য়গুলির কাছে আমার আবেদন ভ্য়াকসিন নিয়ে সব পরিকল্পনা পাঠান। তাতে আমরা পরবর্তী পরিকল্পনা করতে পারব। আমি আশা করব সবাই আগ্রহের সঙ্গে এই কাজে সামিল হবে। ভ্য়াকসিন বন্টন নিয়ে উদাসীনতা দেখাবে না রাজ্য়গুলি।