নয়াদিল্লি: এখনও পর্যন্ত দিন ক্ষণ ঘোষণা না হলেও, ক্রমশ এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। তার আগে, আগামী তিন মাস শোনা যাবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠান। রবিবার নিজেই সেকথা জানালেন মোদি। রবিবার 'মন কি বাত' অনুষ্ঠানের ১১০তম পর্ব ছিল। সেখানেি আগামী তিন মাস 'মন কি বাত' শোনা যাবে না বলে জানান মোদি। (Mann Ki Baat)


রবিবারও 'মন কি বাত অনুষ্ঠান' করেন মোদি। অনুষ্ঠান চলাকালীন দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, "রাজনৈতিক সৌষ্ঠব বজায় রাখতে, লোকসভা নির্বাচন চলাকালীন আগামী তিন মাসের জন্য 'মন কি বাত' অনুষ্ঠানের সম্প্রচার হবে না।" এ বছর প্রথম ভোট দেবেন যাঁরা, তাঁধের রেকর্ড সংখ্যায় বুথ কেন্দ্রে যেতে এবং ভোটাধিকার প্রয়োগ করতে আহ্বানও জানান তিনি। (Narendra Modi)


লোকসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক পারদ চড়তে থাকলেও, এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেনি জাতীয় নির্বাচন কমিশন। তবে মার্চের গোড়ায় বা মাঝামাঝি সময়ে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে বলে শোনা যাচ্ছে, তার আগেই 'মন কি বাত' অনুষ্ঠান নিয়ে এই ঘোষণা মোদির। তবে আগামী নির্বাচনে জয়লাভ নিয়ে আত্মবিশ্বাসীও মোদি। তিনি জানিয়েছেন, নির্বাচন মিটে যাওয়ার পর ১১১তম পর্ব, যা শুভ সংখ্যাও বটে, সেটি নিয়ে আবারও ফিরবেন তিনি। (Lok Sabha Elections 2024)


আরও পড়ুন: Viral Video:শাবকের প্রাণ বাঁচানোর 'প্রতিদান', শুঁড় তুলে ধন্যবাদ মায়ের? ভাইরাল হাতির ভিডিও


এদিন মোদি আরও জানান, আগামী তিন মাস 'মন কি বাত' অনুষ্ঠানের সম্প্রচার না হলেও, দেশের অগ্রগতি থামবে না। তাই সমাড এবং দেশের মানুষের কৃতিত্বের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন নাগরিকরা, তাতে 'MannKiBaat' ট্যাগও দেওয়া যেতে পারে। ইউটিউবে 'মন কি বাত' অনুষ্ঠানের এযাবৎকালীন পর্বগুলি শর্টসের আকারে শোনার আহ্বানও জানিয়েছেন মোদি।


২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর 'মন কি বাত' অনুষ্ঠানের সূচনা করেন মোদি। ওই অনুষ্ঠানে দেশবাসীর কৃতিত্ব তুলে ধরার পাশাপাশি, দেশকে বার্তাও দেন তিনি। আপাতত তৃতীয় বার লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় ফেরার প্রস্তুতি নিচ্ছে BJP, তার জন্য ৩৭০ আসনের লক্ষ্যও বেঁধে দিয়েছেন মোদি। সেই আবহে আবারও 'মন কি বাত' অনুষ্ঠান নিয়ে ফেরার কথা বলে মোদি আসলে জয় নিয়ে আত্মবিশ্বাসের পরিচয়ই দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।