নয়াদিল্লি : দেশে এখনও করোনা প্রকোপ জারি রয়েছে। টিকাকরণও চলছে জোর কদমে। যদিও 'ভুয়ো কোভিড টিকা' পাওয়া যাচ্ছে এমন কথাও কানাঘুষো শোনা যাচ্ছে। বাজারে নকল করোনা ভ্যাকসিন থেকে জনগণকে সাবধান করতে নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্র। নকল করোনা ভ্যাকসিন সরকারের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।


সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে তাঁরা দক্ষিণ -পূর্ব এশিয়া এবং আফ্রিকার অ্যাস্ট্রাজেনেকা / অক্সফোর্ডের কোভিশিল্ড ভ্যাকসিনের নকল সংস্করণ খুঁজে পেয়েছে। তাই বাজারে উপলব্ধ নকল কোভিড ভ্যাকসিনগুলি চিহ্নিত করতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে নির্দেশিকা জারি করেছে।


করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের বাজারে বর্তমানে তিনটি টিকা পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাকসিন এবং রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি।


নকল ভ্যাকসিন চিনবেন কী করে?


* ক্যাপসুলের বোতলে নিম্নলিখিত বিবরণ থাকতে হবে
* SII পণ্যের লেবেল থাকবে
* ট্রেডমার্ক সহ ব্র্যান্ডের নাম (উদাহরণস্বরূপ- Covishield) সেখানে থাকতে হবে
* জেনেরিক নামের ফন্টটি হবে আন-বোল্ড
* রিকম্বিন্যান্ট একই ফন্টে সাধারণ নামে উল্লেখ করা হবে।
* CGS বিক্রয়ের জন্য নয় এটি লেখা থাকবে
* লেবেলের স্টিকি সাইডে SII লোগো থাকবে।
* গাঢ় সবুজ রঙের লেবেল এবং অ্যালুমিনিয়াম শেডের সিল করা থাকবে। 


এদিকে,ভারতে অব্যাহত করোনা ভাইরাসের দাপট অব্যাহত। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্তর সংখ্যা ৪২,৭৬৬। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে সক্রিয় আক্রান্তর সংখ্যা গতকালই চার লক্ষ ছাড়িয়েছিল। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ১০ হাজার ৪৮। দেশে সুস্থতার হার বর্তমানে ৯৭.৪২ শতাংশ।  শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৪২,৬১৮। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩০৮। সুস্থ হয়ে উঠেছেন ৩৮,০৯১। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৪,৩৬৭ বেড়েছে।


স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ৬৬.৮৯ কোটি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আরও ১.৫৬ কোটি টিকার ডোজ দেওয়া হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এখনও ৪.৩৭ কোটি টিকার ডোজ রয়েছে।