চারটি স্টেপে কীভাবে অনলাইন রিচার্জ করবেন এয়ারটেল-এ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 May 2020 07:11 PM (IST)
মাত্র সহজ চারটি স্টেপ। তাতেই রিচার্জ কমপ্লিট।
কলকাতা:লকডাউনের জেরে নানারকম সমস্যার সম্মুখীন আমরা প্রত্যেকেই। মোবাইল রিচার্জ করা নিয়েও অনেকে সমস্যায় পড়েছেন। কিন্তু এয়ারটেল তার গ্রাহকদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা রেখেছে। সহজে অনলাইন রিচার্জের ব্যবস্থা করেছে এয়ারটেল। মাত্র সহজ চারটি স্টেপ। তাতেই রিচার্জ কমপ্লিট। এয়ারটেলের Thanksgiving অ্যাপের মাধ্যমে করা যাচ্ছে রিচার্জ। এই অ্যাপে রিচার্জ ছা়ড়াও দেখা যাবে লাইভ টিভি, উইঙ্ক মিউজিক, ইউপিআই পেমেন্ট এবং অ্যামাজন প্রাইম মেম্বারশিপ। এছাড়া এয়ারটেলের ওয়েবসাইট www.airtel.in/airtel-thanks-app এ গিয়ে সব তথ্য পেয়ে যেতে পারেন। জেনে নিন সেই চারটি ধাপ। ১. প্লে স্টোর থেকে ডাউনলেড করুন এয়ারটেলের Thanks App ২. সিলেক্ট করুন মোবাইল রিচার্জ। ৩. নিজের মোবাইল নম্বর এন্টার করুন। কত টাকা রিচার্জ করবেন, লিখুন। ৪. এবার কীভাবে অনলাইন পে করবেন, সিলেক্ট করুন।