কলকাতা: হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে।


জানা গিয়েছে, কলকাতার এমআরএস হাসপাতাল থেকে গাড়ি করে আমতার জয়পুরে ফিরছিলেন এক পরিবার। পথে নয়াচক লালগেটের কাছে আমতা রানিহাটি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে পরিবারের মারুতি ভ্যান।


আজ ভোর ৬ টা নাগাদ ঘটে ওই দুর্ঘটনাটি। ঘটনাস্থলেই মারা যান ২ জন। আহত এক মহিলাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।