কলকাতা: পেঁয়াজ নিয়ে রাজ্য সরকারের নির্দেশিকার পরই নিউ মার্কেট-সহ কলকাতার বিভিন্ন বাজারে অভিযান চালাল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

পেঁয়াজ মজুত করে রাখা যাবে না বলে গতকালই রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে। এরপরই আজ সকালে নিউ মার্কেট, কোলে মার্কেট, ল্যান্সডাউন মার্কেট, লেক মার্কেট সহ একাধিক বাজারে হানা দেন কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

কত দামে কেনা পেঁয়াজ, সেই সংক্রান্ত সঠিক চালান নেই বিক্রেতাদের কাছে। নিউ মার্কেটে ধরা পড়েছে এমনই ছবি। অভিযানের খবরে দোকান বন্ধ করে পালিয়েছেন কোনও কোনও বিক্রেতা।

পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কাছারি বাজারেও আজ অভিযান চালান ইবি-র অফিসাররা।