শ্রীনগর: শীত আসছে। তার ঠিক আগেই নিয়ন্ত্রণরেখার (LOC) খুব কাছে, জম্মু ও কাশ্মীরের (J & K) গুরেজ সেক্টর (gurez sector) থেকে সাতটি একে-৪৭ অ্যাসল্ট রাইফেল (A-K 47) এবং চিনা গ্রেনেড-সহ (chinese grenade) বিপুল অস্ত্র উদ্ধার ভারতীয় সেনাবাহিনী (indian Army)। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরের নৌশেরা নাদ এলাকা থেকে ওই বিপুল পরিমাণ অস্ত্রের খোঁজ পায় সেনা। পরে বিষয়টি সেনার চিনার কর্প-র তরফে ট্যুইট করে জানানো হয়। 


কী পাওয়া গেল?
গত ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী যে অভিযান চালিয়েছিল তাতে ৭টি একে-৪৭, ২টি পিস্তল, ২১টি একে ম্যাগাজিন, ১৩টি গ্রেনেড এবং আরও কিছু যুদ্ধাস্ত্রের খোঁজ পাওয়া যায়। পরে শ্রীনগরে প্রতিরক্ষা মন্ত্রকের পিআরও, কর্নেল এমরন মুসাভি জানান, মাটি খুঁড়ে ওই অস্ত্রশস্ত্রের সন্ধান পাওয়া গিয়েছে। সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশের দাবি, এর ফলে সীমান্তের ওপারের মদতপুষ্ট জঙ্গিদের নাশকতার ছক বড়সড় ধাক্কা খেয়েছে। উপত্যকা জুড়ে অশান্তি তৈরির যে চেষ্টা চলছিল, সেটাও বেশ খানিকটা বিপর্যস্ত। কিন্তু এভাবে মাটির তলায় যে অস্ত্রশস্ত্র পোঁতা রয়েছে তা কী ভাবে জানল সেনাবাহিনী? গত ২৭ সেপ্টেম্বর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য হাতে এসেছিল, বলছে সূত্র। তার পরই শুরু হয় অভিযান। দিনতিনেক অভিযানের পর, নালার ধারে একটি গোপন আশ্রয়ের সন্ধান পান তল্লাশিকারীরা। সেখান থেকেই অস্ত্রশস্ত্রের সন্ধান। পুলিশের দাবি, এলওসি-র এপারে এমন ভাবেই ওই আগ্নেয়াস্ত্র এবং যুদ্ধের জন্য জরুরি সরঞ্জাম রেখে যাওয়া হয়েছিল যাতে এপারে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িতরা তার হদিশ পায়। পরে সেগুলি নাশকতা ও অশান্তি তৈরির কাজে ব্যবহার করতে পারে। কিন্তু এবার সেই অভিসন্ধি ধাক্কা খাবে, ধারণা অভিযানকারীদের।


থামছে না রক্তপাত...
দিন তিনেক আগে, গত ২৮ সেপ্টেম্বর, জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় পরপর বিস্ফোরণ হয়েছিল। রাত সাড়ে ১০টা নাগাদ পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে বিস্ফোরণ হয়। ২ জন আহত হন। কয়েকঘণ্টা পর, সকাল পৌনে ৬টা নাগাদ দ্বিতীয় বিস্ফোরণটি হয় উধমপুর বাস স্ট্যান্ডে দাঁড় করানো আরেকটি বাসে। হতাহতের খবর মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড ও পুলিশের ডগ স্কোয়াড। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। কিন্তু পর পর এমন বিস্ফোরণে স্বাভাবিক ভাবেই চিন্তার মেঘ সকলের মধ্যে।


আরও পড়ুন:দেশের GDP বৃদ্ধির পূর্বাভাস কমাল রিজার্ভ ব্যাঙ্ক, ৭.২ শতাংশ থেকে ৭ শতাংশ অনুমান