সুইজারল্যান্ডের ম্যাটারহন শৃঙ্গ রেঙে উঠেছিল আমাদের তেরঙার রঙে। ছবিটি টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, করোনা যুদ্ধ চালিয়ে যাওয়া প্রত্যেক ভারতীয়র প্রতি এভাবে সমর্থন জানিয়েছে সুইজারল্যান্ড।
তারপর বিভিন্ন মন্ত্রকের টুইট রিটুইট করে মন্তব্য রাখেন তিনি, বলেন, এই সঙ্কটের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর সব রকম চেষ্টা চালাচ্ছে তারা।
রেল মন্ত্রী পীযূষ গোয়েলের টুইট রিটুইট করে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় রেল টিমের জন্য আমি গর্বিত। এখনও একইভাবে মানুষের সেবা করে চলেছে তারা।
পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান টুইটারে এলপিজি ডেলিভারির সঙ্গে যুক্ত কর্মীদের প্রশংসা করেন। তা রিটুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ভারতের জ্বালানি চাহিদা মেটাতে দিনরাত যাঁরা কাজ করছেন তাঁদের নমস্কার।
আয়কর দফতরের একটি পোস্টও রিটুইট করেন তিনি। যাঁরা ছোট ও মাঝারি ব্যাবসাগুলিকে ঋণ দিয়ে চলেছেন, তাঁদের অবদানের প্রশংসা করেন।
এরপর রিটুইট করেন অসামরিক উড়ান পরিবহণ মন্ত্রী হরদীপ পুরীর টুইট।